#Budget2019: রাজ্যের প্রকল্প ‘চুরি’ করে বাজেট করেছে কেন্দ্র: মমতা

কলকাতা: ভোটের মোদি সরকারের বাজেটকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী৷ শুক্রবার বিধানসভা থেকে কেন্দ্রের বাজেটকে ‘মূল্যহীন’ বলেও কটাক্ষ করেন৷ বলেন, ‘‘এই সরকারের মেয়ার আর এক মাস৷ তার আগে এই বাজেট করে কী লাভ৷’’ এদিন তথ্য তুলে ধরে দেশের বেকারত্ব সমস্যা তুলে ধরেন৷ বলেন, ‘‘আজ কেন্দ্র সরকার কৃষকদের টাকা দেবে বলছে৷ কিন্তু, আমরা কৃষক বন্ধু চালু

#Budget2019: রাজ্যের প্রকল্প ‘চুরি’ করে বাজেট করেছে কেন্দ্র: মমতা

কলকাতা: ভোটের মোদি সরকারের বাজেটকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী৷ শুক্রবার বিধানসভা থেকে কেন্দ্রের বাজেটকে ‘মূল্যহীন’ বলেও কটাক্ষ করেন৷ বলেন, ‘‘এই সরকারের মেয়ার আর এক মাস৷ তার আগে এই বাজেট করে কী লাভ৷’’ এদিন তথ্য তুলে ধরে দেশের বেকারত্ব সমস্যা তুলে ধরেন৷ বলেন, ‘‘আজ কেন্দ্র সরকার কৃষকদের টাকা দেবে বলছে৷ কিন্তু, আমরা কৃষক বন্ধু চালু করে দিয়েছি৷ আমাদের প্রকল্প টুকে কেন্দ্র বাজেট করেছে৷ এটা আমাদের কাছে নতুন কিছু না৷’’

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটা সবটাই মিথ্যা৷ ভোটের আগে মিথ্যা বলে ভোট নেওয়ার চেষ্টা করছে মোদি সরকার৷ মোদির সরকার এখন চিটফান্ডে পরিণত হয়েছে৷ এই সরকার বাজেটে বড়বড় ঘোষণা করেছে৷ কিন্তু, টাকা কোথা থেকে আসবে? তা তো কিছুই বলেনি৷ কারণ, নতুন সরকার এসে নতুন বাজেট করবে৷ কেন্দ্রের বাজেট নিয়ে চিন্তা করতে হবে না৷’’ এদিন কেন্দ্রের বাজেট নিয়ে বলতে গিয়ে মোদি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন৷ বলেন, ‘‘এই ধরনের বাজেট করে দেশে সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করা হচ্ছে৷ এই সরকারের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে৷’’ কালো টাকা, কর্মসংস্থান নিয়ে কোনও দীশা দেখাতে পারেনি কেন্দ্রের মোদি সরকার, মন্তব্য মুখ্যমন্ত্রীর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − eleven =