ওয়াশিংটন: নরেন্দ্র মোদির মতো একজনকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া ভারতের জনগণের ভাগ্যের ব্যাপার। বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, মোদি মহান মানুষ ও নেতা। টুইটারে ট্রাম্প লিখেছেন, তিনি মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন। তাঁকে অভিনন্দন জানিয়েছেন তাঁর বিরাট রাজনৈতিক জয়ের জন্য। মোদি তাঁর বিশেষ বন্ধু। ট্রাম্প ছাড়াও মোদিকে অভিনন্দন জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেও ও ট্রাম্প কন্যা ইভাঙ্কা।
নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ মোদির জয়ে তিনি উৎফুল্ল বলেও ভারতে বার্তা পাঠালেন ইমরান৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ শুভেচ্ছা জানিয়েছে চিনা প্রেসিডেন্ট জি জিনপিং ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে৷
এনডিএ সরকারের বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহকে অভিনন্দন জানালেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি। এদিন বেলার দিকে বিবৃতি দিয়ে তিনি বলেন, ‘‘ভারতের মতো এত বৃহৎ ও বিবিধতায় ভরা একটি দেশে সাধারণ নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে দেখে সত্যি আনন্দিত হচ্ছি। নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকল এজেন্সিকে আমার অভিনন্দন। এই নির্বাচনে বিজেপির এই দারুণ সাফল্যর জন্য নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহকে অভিনন্দন জানাই। এছাড়া বিজেপির বার্তা প্রতিটি ভোটারের কাছে পৌঁছে দেওয়ার জন্য দলের প্রতিটি কর্মীকেও অভিনন্দন৷’’