নয়াদিল্লি: মোদি সরকারের অন্তর্বর্তী বাজেটে বাংলার জন্য তেমন কিছুই জুটল না৷ কয়েকটি ক্ষেত্রে সামান্য কিছু বরাদ্দ বাড়াল মোদি সরকার. জানা গিয়েছে, পেট্রলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের ফুলপুর হলদিয়া প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে৷ এবার বরাদ্দ হয়েছে ১৫৫২ কোটি টাকার৷ ফরাক্কা ব্যারেজের বরাদ্দ হয়েছে ১৫০ কোটি টাকা৷ কলকাতা পোর্ট ট্রাস্টের বরাদ্দ ১৫৭ কোটি টাকা করা হয়েছে৷
ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথির বরাদ্দ কমানো হয়েছে৷ এশিয়াটিক সোসাইটিকেও বরাদ্দ কমিয়ে ৩ কোটি ৯৫ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে৷ ভিক্টোরিয়া মেমোরিয়ালের বরাদ্দও ১৮ কোটি টাকা দেওয়া হয়েছে৷ কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটকে দেওয়া হয়েছিল ৯৭ কোটি ৫৪ লক্ষ টাকা৷ অমৃতসর-কলকাতা শিল্প করিডর প্রকল্পে বরাদ্দ কমে হয়েছে দু’কোটি ৭০ লক্ষ টাকা৷