নয়াদিল্লি: করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ইতিমধ্যেই পিছিয়ে গিয়েছে সিবিএসই সহ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নির্ধারিত সূচি মেনে চলতি বছর হচ্ছে না পরীক্ষা। এবার ভাইরাস কোপেই পিছিয়ে গেল আইসিএসই, আইএসসি বোর্ডের ফাইনাল পরীক্ষাও। ইতিমধ্যেই এ ব্যাপারে জানিয়ে দিয়েছে দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বা সিআইএসসিই।
বোর্ড জানিয়েছে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ফেব্রুয়ারি-মার্চে আপাতত পরীক্ষা নেওয়া হবে না। পরবর্তী ক্ষেত্রে উপযুক্ত সময় বুঝে পরীক্ষার সূচি ঘোষণা করা হবে। মূলত করোনা ভাইরাস পরিস্থিতি এবং লকডাউনের কারণে দীর্ঘ মাস স্কুল বন্ধ থাকার জন্যেই এই পরিস্থিতি বলেই জানান হয়েছে। একদিকে যেমন সিলেবাস শেষ হয়নি, অন্যদিকে আগামী কয়েক মাসের মধ্যে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। সবমিলিয়ে পরীক্ষা পিছনোর সিদ্ধান্ত। প্রসঙ্গত, সিবিএসই সহ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শুরু হবে মে মাস থেকে। মাস থেকে শুরু হবে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো। এ ক্ষেত্রে সিআইএসসিই বোর্ডও একই পথে হাঁটবে বলে ধারণা।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানান, সিবিএসই’র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হবে আগামী ৪মে থেকে ১০ জুনের মধ্যে। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১৫ জুলাইয়ের মধ্যে। সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল আরও জানান, সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির লিখিত বোর্ড পরীক্ষা নেওয়া হবে৷ যা হবে সম্পূর্ণ অফলাইনে৷ এছাড়াও তিনি জানান, যদি ছাত্রছাত্রীরা বোর্ড পরীক্ষার আগে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে সক্ষম না হয়, সেক্ষেত্রে তাদের জন্য বিকল্প ব্যবস্থার কথা চিন্তা করবে সিবিএসই। এদিকে, রাজ্যের স্কুল-কলেজ খোলার বিষয়ে সামান্য আশার আলো দেখিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী ফেব্রুয়ারি মাসেই উচ্চ ক্লাস ও কলেজ চালু করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে এই বিষয়ে এখনও উচ্চপর্যায়ের আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ বেশ কিছুদিন ধরে দ্রুত স্কুল খোলার জন্য চাপ দিচ্ছিলেন শিক্ষক মহলের একাংশ।