শিয়রে নির্বাচন! ৪ মাস পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা!

শিয়রে নির্বাচন! ৪ মাস পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা!

a09c1bb5f6ccac32d1c3a2dbbc33e243

কলকাতা: করোনার কারণে প্রায় ১১ মাস পর বাংলায় খুলতে চলেছে স্কুল৷ নবম থেকে দ্বাদশ পর্যন্ত পড়ুয়াদের পঠনপাঠন শুরু করার বিষয়ে জারি হয়েছে বিজ্ঞপ্তি৷ ১১ মাস পর স্কুল বন্ধ থাকার কারণে বেশ খানিকটা পিছিয়ে গিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা৷ আগামী ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ২০২১ সালের উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ তার আগে পয়লা জুন থেকে ১০ তারিখ পর্যন্ত মাধ্যমিকের পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে গতবছরের শেষের দিকে৷ এবার মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের মতো বেশ খানিকটা পিছিয়ে গেল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা৷ করোনা ও বিধানসভা নির্বাচনের তৎপরতায় পিছিয়ে গিয়েছে বাংলার পড়ুয়াদের গুরুত্বপূর্ণ ৩টি পরীক্ষা৷ মূলত, এই ৩টি গুরুত্বপূর্ণ পরীক্ষার উপর নির্ভর করছে বাংলার কয়েক কোটি পড়ুয়ার ভবিষ্যৎ৷

জানা গিয়েছে, আগামী ১১ জুলাই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে৷ করোনা সতর্কতায় যাবতীয় স্বাস্থ্য বিধি মেনেই এই পরীক্ষা নেওয়া হবে বলে আজ পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ওয়েবসাইটে জানানো হয়েছে৷ পাশাপাশি কবে থেকে আবেদন গ্রহণ করা হবে, তা চলতি মাসেই বোর্ডের তরফে ঘোষণা করা হবে বলে উল্লেখ করা হয়েছে৷পরীক্ষার্থীদের নাম রেজিস্ট্রেশনের জন্য প্রথমে সরকারি ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে৷ এরপরে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে৷ গত বছর ২ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়া হয়েছিল৷ পরীক্ষার্থী ছিলেন ৭৩ হাজার ১১৯ জন৷ এবার করোনা ও বিধানসভা নির্বচানের কারণে ৪ মাস পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *