‘নিখোঁজ’ রাজীব কুমার! চিটফান্ড কাণ্ডে ‘খোঁজ’ শুরু সিবিআইয়ের

কলকাতা: ভোটের মুখে ফের বিপাকে পুলিশ কমিশনার রাজীব কুমার৷ চিটফান্ডকাণ্ডে রাজীব কুমারকে জেরা করতে সিবিআই তৎপরতা শুরু করে দিয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে৷ সংবাদ সংস্থায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রোজভ্যালি ও সারদা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ‘নিখোঁজ’ পুলিশ কমিশনারের ‘খোঁজ’ শুরু করেছে সিবিআই৷ এই মামলায় আগেও তাঁকে নোটিস পাঠানো হলেও তিনি হাজিরা এড়িয়েছেন৷

4cf48d0eb542416ce20d8cad8766fe54

‘নিখোঁজ’ রাজীব কুমার! চিটফান্ড কাণ্ডে ‘খোঁজ’ শুরু সিবিআইয়ের

কলকাতা: ভোটের মুখে ফের বিপাকে পুলিশ কমিশনার রাজীব কুমার৷ চিটফান্ডকাণ্ডে রাজীব কুমারকে জেরা করতে সিবিআই তৎপরতা শুরু করে দিয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে৷ সংবাদ সংস্থায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রোজভ্যালি ও সারদা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ‘নিখোঁজ’ পুলিশ কমিশনারের ‘খোঁজ’ শুরু করেছে সিবিআই৷ এই মামলায় আগেও তাঁকে নোটিস পাঠানো হলেও তিনি হাজিরা এড়িয়েছেন৷

কিন্তু, হঠাৎ কেন তাঁকে জেরা করতে উঠেপড়ে লেগেছে সিবিআই? পিটিআই জানিয়েছে, চিটফান্ড কাণ্ডে তদন্তের জন্য গঠিত স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের নেতৃত্ব ছিলেন রাজীব কুমার৷ সুপ্রিম কোর্টের নির্দেশের পর সিবিআই যখন তদন্তের ভার নেয়, তখন বেশ কিছু তথ্যপ্রমাণ উধাও হয়ে যাওয়ার অভিযোগ তোলে সিবিআই৷ মূলত, স্পেশাল ইনভেস্টিগেটিং টিমে তদন্ত সংক্রান্ত বিষয়ে  তাঁকে জেরা করতে চাইছেন সিবিআইয়েরর আধিকারিকরা৷

কলকাতা পুলিশ কমিশনার বিশ্বের অন্যতম সেরা আধিকারিক: মমতা

পিটিআই জানিয়েছে, রোজভ্যালি কাণ্ডে বাংলার চলচ্চিত্র প্রযোজক শ্রীকান্ত মোহতার গ্রেপ্তার হওয়ার পর কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে শেষ দেখা গিয়েছিল দু’দিন আগে বইমেলায়৷ কিন্তু, তারপর থেকে আর তাঁর ‘খোঁজ’ পাননি সিবিআইয়ের আধিকারিকরা৷ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে  বৈঠকেও গরহাজির ছিলেন এই পুলিশকর্তা৷ পরে তাঁকে নিউটাউনে ইকো ট্যুরিজম পার্কে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায় বলে জানিয়েছে পিটিআই৷ সংবাদ সংস্থার ধারনা, সম্ভবত  শ্রীকান্ত মোহতার গ্রেপ্তার হওয়ার পর তিনি সতর্ক হয়ে গিয়েছে৷ কারণ, জেরার জন্য সিবিআইয়ের তরফে পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে৷ সিবিআইয়ের ধারনা, রোজভ্যালি কাণ্ডে ১৫ হাজার কোটি ও সারদা কাণ্ডে আড়াই হাজার কোটি টাকার প্রতারণা কাণ্ডে মূল ছড়িয়ে আছে বঙ্গ রাজনীতির অনেক গভীরে৷ ফলে, মূলের সন্ধান পেতে সিবিআইকে এখনও অনেক কাঠখড় পোড়াতে হবে বলেই মত পর্যবেক্ষক মহলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *