কলকাতা: শুরুতেই ধাক্কা খেল বামেদের ‘জনতার ব্রিগেড’৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, শারীরিক অসুস্থতার কারণে ব্রিগেডের জনসভায় আসছেন না ছাত্রনেতা কানহাইয়া কুমার৷ যদিও, এবার ছাত্রনেতা কানহাইয়া কুমারকে মুখ করে ব্রিগেডের প্রচারে নেমেছিল বামফ্রন্ট৷ আনা হয়েছে যুব নেতৃত্বকে৷ কিন্তু, একেবারে শেষ বেলায় ছাত্রনেতা কানহাইয়া কুমার ব্রিগেডে আসছেন না বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই৷ চুতলার কর্মীদের মনোভাব বুঝে আজ, ব্রিগেডে ছাত্রনেতা কানহাইয়া কুমারকে আনার সিদ্ধান্ত নেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসুরা৷ কিন্তু, শেষ মুহূর্তে কানহাইয়া ‘না’ বলায় শুরুতেই বিপাকে বাম নেতৃত্ব৷
তবে, অসুস্থ হলেও কিছু সময়ের জন্য হলেও ময়দানে হাজির হবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ আজ, এ কথা জানিয়েছেন রবীন দেব৷ সংবাদ মাধ্যমে তিনি দাবি করেন, ‘‘তিনি অসুস্থ৷ তবুও তিনি ব্রিগেডে আসতে চান৷ তবে, চিকিৎসকদের ছাড়পত্র পেলে কিছু সময়ের জন্য হলেও বুদ্ধদেবকে আনা হবে৷’’
চোখের সমস্যা৷ শ্বাসকষ্ট রয়েছে৷ শারীরিকভাবে ভেঙে পড়েছেন৷ দীর্ঘদিন ধরেই তিনি গৃহবন্দি বুদ্ধদেব ভট্টাচার্য৷ ফলে, পরিস্থিতি যা, তাতে বুদ্ধকে বাদ রেখেই ‘জনতার ব্রিগেডে’র ডাক দেওয়া হয় বামেদের তরফে৷ দলীয় কর্মী সমর্থকরাও জানতে, তাঁকে আর দেখা যাবে না৷ কিন্তু, রবিবার বদলে যায় গোটা প্রক্রিয়া৷