নয়াদিল্লি: ক্রমশ জটিল হয়ে ওঠা পরিস্থিতির জেরে বাতিল করা হল ২০২১ সালের দশম শ্রেণির সিবিএসসি বোর্ড পরীক্ষা৷ স্থগিত করা হল দ্বাদশ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক৷ আগামী ১ জুন পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি৷
আরও পড়ুন- করোনার বাড়বাড়ন্তে স্থগিত CBSE? শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে মোদী
দেশের বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে কী ভাবে বোর্ড পরীক্ষা হবে, তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন পোখরিয়াল৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব ও শিক্ষা দফতরের অন্যান্য আধিকারিকরাও৷ এই বৈঠকের পর পোখরিয়াল জানান, পড়ুয়াদের সুস্থতার উপরেই সবথেকে বেশি জোড় দিতে চান প্রাধনমন্ত্রী৷ তাদের কথা ভেবেই বাতিল করা হচ্ছে দশমের বোর্ড পরীক্ষা৷ দশম শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে ক্লাস অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করেই রেজাল্ট ঘোষণা করা হবে৷ যে ভাবে আগের বছর করা হয়েছিল৷ তবে এবার নয়া গাইডলাইন তৈরি করে দেবে শিক্ষা মন্ত্রক৷ বলা হয়েছে, যদি কোনও পড়ুয়া তাঁর নম্বর নিয়ে সন্তুষ্ট না হয়, তাহলে তাকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে৷ তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর৷ তবে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হবে৷ তবে করেনা পরিস্থিতির জেরে আপাতত সিবিএসই-র দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন- দুয়ারে মাধ্যমিক, কমতে পারে গরমের ছুটি! বাড়ছে বিভ্রান্তি
বিভিন্ন মহল থেকে পরীক্ষা বাতিল করার দাবি ওঠার পর চলতি সপ্তাহের গোড়ায় এই বিষয়ে আলোচনায় বসেছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক৷ আজকের বৈঠকে শুধু সিবিএসই পরীক্ষা নিয়েই বিবেচনা করা হয়নি, বিভিন্ন রাজ্যে বোর্ড পরীক্ষার ক্ষেত্রেও অভিন্ন নীতি বা গাইডলাইন আনা হতে পারে বলেও সূত্রের খবর৷ প্রসঙ্গত, ৪ মে থেকে ৭ জুনের মধ্যে সিবিএসই দশম শ্রণির বোর্ড পরীক্ষা নেওয়ার কথা ছিল৷ অন্যদিকে ৪ মে থেকে ১৫ জুনের মধ্যে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়৷ কিন্তু ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জেরে পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে থেকেই পরীক্ষা স্থগিত করার দাবি উঠতে থাকে৷