‘শ্রেণি শিক্ষাকে গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে’! পরীক্ষা বাতিলের বিরোধিতা

‘শ্রেণি শিক্ষাকে গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে’! পরীক্ষা বাতিলের বিরোধিতা

bfe36b6dd37033fdf3caeeeedd0ea404

 

কলকাতা: করোনা ভাইরাস পরিস্থিতির উদ্বেগের কারণে বাতিল করা হয়েছে ২০২১ সালের দশম শ্রেণির সিবিএসসি বোর্ড পরীক্ষা৷ স্থগিত করা হয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক৷ আগামী ১ জুন পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি৷ সিবিএসসি দশম শ্রেণির পরীক্ষা বাতিল ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিতের ব্যাপারে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি বা STEA-এর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্রর বক্তব্য, শ্রেণি শিক্ষাকে গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- আরও পিছিয়ে যাবে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা? কী বললেন শিক্ষামন্ত্রী?

ভিডিও বার্তায় তিনি বলেছেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে সকলকে জানাচ্ছি, করোনাভাইরাস পরিস্থিতির সামনে রেখে দেশের শিক্ষা এবং শিক্ষার্থীদের বিষয়টিকে যেভাবে গুরুত্বহীন করে দেখা হচ্ছে সেটা অত্যন্ত দুঃখজনক।” তাঁর কথায়, যেভাবে দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করে দেওয়া হল এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত রাখা হল সেই বিষয়টি কোনোভাবেই শিক্ষার্থীদের পক্ষে ভালো নয়। করোনাভাইরাস পরিস্থিতিকে মোকাবিলা করেই শিক্ষার্থীদের রক্ষা করতে হবে এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে। এই প্রেক্ষিতে জাতীয় শিক্ষানীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, জাতীয় শিক্ষানীতিকে সামনে রেখে সামগ্রিকভাবে গোটা দেশে যেভাবে শ্রেণী শিক্ষাকে গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে, শিক্ষাব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া হচ্ছে, তারই প্রতিফলন আজকের এই ঘোষণা। এই প্রেক্ষিতে তিনি মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে অনুরোধ জানাচ্ছেন, করোনা পরিস্থিতি মোকাবিলা করেই শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা যেন এই রাজ্যে গ্রহণ করা যায়। রাজ্যে অনেক বিদ্যালয় আছে যেখানে শিক্ষার্থীদের নির্ধারিত দূরত্ব বজায় রেখে পরীক্ষা দিতে বসানো যায় এবং মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করে অফলাইন পরীক্ষা নেওয়া যায়।

আরও পড়ুন- BREAKING: বাতিল CBSE দশমের বোর্ড পরীক্ষা, স্থগিত দ্বাদশ

প্রসঙ্গত, দেশের বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে কী ভাবে বোর্ড পরীক্ষা হবে, তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন পোখরিয়াল৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব ও শিক্ষা দফতরের অন্যান্য আধিকারিকরাও৷ এই বৈঠকের পর পোখরিয়াল জানান, পড়ুয়াদের সুস্থতার উপরেই সবথেকে বেশি জোড় দিতে চান প্রাধনমন্ত্রী৷ তাদের কথা ভেবেই বাতিল করা হচ্ছে দশমের বোর্ড পরীক্ষা৷  দশম শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে ক্লাস অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করেই রেজাল্ট ঘোষণা করা হবে৷  যে ভাবে আগের বছর করা হয়েছিল৷ তবে এবার নয়া গাইডলাইন তৈরি করে দেবে শিক্ষা মন্ত্রক৷ বলা হয়েছে, যদি কোনও পড়ুয়া তাঁর নম্বর নিয়ে সন্তুষ্ট না হয়, তাহলে তাকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে৷ তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর৷  তবে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হবে৷  তবে করেনা পরিস্থিতির জেরে আপাতত সিবিএসই-র দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *