করোনার কোপে এবার জয়েন্ট, পিছিয়ে গেল পরীক্ষা

করোনার কোপে এবার জয়েন্ট, পিছিয়ে গেল পরীক্ষা

fbc436c31a2c6a3592d2efedc79e6096

নয়াদিল্লি: ভয়াবহ করোনা পরিস্থিতির জেরে এবার কোপ পড়ল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায়। পিছিয়ে গেল এই পরীক্ষা। এপ্রিল মাসের ২৭, ২৮ ও ২৯ তারিখ এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পরীক্ষা পিছিয়ে গেল নির্ধারিত সময় থেকে। রবিবার একথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। টুইটারে রমেশ লেখেন, ‘আমি আবারও বলতে চাই, ছাত্রছাত্রীদের শারীরিকভাবে সুস্থ থাকা এবং তাদের ভবিষ্যতে শিক্ষায় যাতে কোনও বাধা না আসে, সেটাই এই মুহূর্তে সবার আর আমার কাছে সব চেয়ে গুরুত্বপূর্ণ। কবে পরীক্ষা হবে, তা শীঘ্রই জানানো হবে।’

করোনা ভাইরাস পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠার জেরে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে ২০২১ সালের দশম শ্রেণির সিবিএসসি বোর্ড পরীক্ষা৷ স্থগিত করা হয়েছে দ্বাদশ শ্রেণির পরিক্ষাও৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক৷ আগামী ১ জুন পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি৷ এবার পরীক্ষা বাতিল হল ICSE বোর্ডের। এমনকি, পরীক্ষা নাও দিতেন পড়ুয়ারা, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, দেশের বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে কী ভাবে বোর্ড পরীক্ষা হবে, তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন পোখরিয়াল৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব ও শিক্ষা দফতরের অন্যান্য আধিকারিকরাও৷ এই বৈঠকের পর পোখরিয়াল জানান, পড়ুয়াদের সুস্থতার উপরেই সবথেকে বেশি জোড় দিতে চান প্রধানমন্ত্রী৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *