তফশিলি পড়ুয়াদের সঙ্গে কদর্য্য ব্যবহার শিক্ষিকার, বিতর্কে IIT খড়গপুর

তফশিলি পড়ুয়াদের সঙ্গে কদর্য্য ব্যবহার শিক্ষিকার, বিতর্কে IIT খড়গপুর

f7ef03334bb3cb930473404c9cc36396

 

খড়গপুর:  এখনও কি জাতপাতের ঊর্ধ্বে উঠতে পারল না দেশ? আরও একবার বর্ণ বৈষম্যের জঘন্য ঘটনার সাক্ষী হত হল মানব সমাজকে৷ দেশের অন্য কোনও রাজ্য নয়, এই ঘটনা ঘটল একেবারে বঙ্গে৷ তফশিলি জাতির পড়ুয়াদের প্রতি শিক্ষিকার কদর্য্য ব্যবহারে কলঙ্কিত হল দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআই৷ 

আরও পড়ুন- বাতিল হচ্ছে মাধ্যমিক? কী ব্যবস্থা পর্ষদের? স্থগিত UGC NET

অনলাইন ক্লাস চলার সময় এক শিক্ষিকা অশালীন ভাষায় কথা বলেন তফশিলি পড়ুয়াদের সঙ্গে৷ এর পরেই ফেসবুকের ‘আইআইটি খড়গপুর কনফেশনস’ পেজে  ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো৷ এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ওঠে বিতর্কের ঝড়৷ ওই শিক্ষিকার ইস্তফা চেয়ে সরব হন প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা৷ এদিকে চাপে পড়ে ওই শিক্ষিকার বিরুদ্ধে পদক্ষেপ করার কথা জানিয়েছে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ৷ রেজিস্ট্রার তমাল নাথ বলেন, এই ‘‘বিষয়টি আমাদের নজরে এসেছে৷ অভিযোগের গুরুত্ব বুঝে এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷ আমাদের প্রতিষ্ঠান এই ধরনের আচরণকে কোনও ভাবেই সমর্থন করে না। যথাযথ পদক্ষেপ করা হবে।’’  

আরও পড়ুন- করোনাকালে বিজয় মিছিলে ‘না’, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

জানা গিয়েছে অনলাইন ক্লাস চলার সময় তফশিলি ছাত্রদের সঙ্গে খারাপ আচরণ করেন কলা এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা সীমা সিং। একটি প্রস্তুতিমূলক ক্লাস চলার সময় ঘটনাটি ঘটে৷ যদিও এই বিষয়ে অভিযুক্ত অধ্যাপিকার কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করাও সম্ভব হয়নি৷ এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি আইআইটি খড়গপুরের ডিরেক্টর বীরেন্দ্র কুমার৷ পরে অবশ্য ডিরেক্টর নিজে সংশ্লিষ্ট ছাত্রদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বলে জানা গিয়েছে৷ যদিও ভাইরাল হওয়া ওই ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়নি৷ এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি প্রতিষ্ঠানের ছাত্ররাও৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *