BREAKING: মাধ্যমিক ঘিরে অনিশ্চয়তা! আদৌ পরীক্ষা হবে তো?

BREAKING: মাধ্যমিক ঘিরে অনিশ্চয়তা! আদৌ পরীক্ষা হবে তো?

 

কলকাতা: করোনাভাইরাস পরিস্থিতি যে পিছিয়ে গিয়েছিল মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষা আগামী জুন মাসের শুরু হওয়ার কথা কিন্তু এবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে ঘোর অনিশ্চয়তা। জুন মাসে আদৌ পরীক্ষা হবে কিনা তা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে। ইতিমধ্যে রাজ্যে করোনাভাইরাস পরিস্থিতি যে আকার ধারণ করেছে তাতে মাধ্যমিক নিয়ে চিন্তায় রয়েছে খোদ পর্ষদ।

১ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল এ বছরের মাধ্যমিক পরীক্ষা। কিন্তু এখন রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির জেরে সেই পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। এই পরিস্থিতির মধ্যে পরীক্ষা কেন্দ্রে উত্তর পত্র পাঠানো নিয়ে চিন্তা শুরু হয়েছে। সে ক্ষেত্রে আরও একটা বড় চিন্তার ব্যাপার, যদি মাধ্যমিক পরীক্ষা না হয় তাহলে পরীক্ষার্থীদের নম্বর কিভাবে দেওয়া হবে, সেই নিয়ে বিস্তর ধোঁয়াশা। ইতিমধ্যেই এই ব্যাপারে পর্ষদের কাছে মতামত চেয়েছে শিক্ষা দফতর। করোনাভাইরাস পরিস্থিতি যে ইতিমধ্যেই ট্রেন পরিষেবা রাজ্যে বন্ধ হয়ে গিয়েছে। সেটাও একটা বড় ফ্যাক্টর। কারণ রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের রেলের মাধ্যমেই উত্তর পত্র পৌঁছয়। তাই এক্ষেত্রে কিভাবে সেই উত্তর পত্র পৌঁছানো সম্ভব হবে তা এখনো স্পষ্টভাবে বোঝা সম্ভব হচ্ছে না।

এদিকে পরীক্ষা কেন্দ্রের সরকারি আধিকারিক থাকে একজন করে। তবে এখন রাজ্যের যা পরিস্থিতি তাতে কিভাবে প্রত্যেক কেন্দ্রের জন্য একজন সরকারি আধিকারিক পাওয়া যাবে তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। এদিকে যদি পরীক্ষা কোন ভাবে সম্ভব না হয় তাহলে মাধ্যমিক পরীক্ষার্থীদের নম্বর কোন বিষয়ে চিন্তা করে দেওয়া হবে তা নিয়ে ধোঁয়াশা। কারণ দশম শ্রেণীতে সেইভাবে কোন বড় পরীক্ষা নেওয়া হয়নি যার ভিত্তিতে মাধ্যমিকে নম্বর দেওয়া যায়। এদিকে, বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করা হবে। তারপর যত দ্রুত সম্ভবত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *