ফের রক্তাক্ত আমেরিকা, রাজপথে এলোপাথাড়ি গুলিতে হত ১২

ওয়াশিংটন: ফের রক্তাত আমেরিকা৷ রাজপথে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু ১২ জনের৷ ঘটনায় আশঙ্কাজন অস্থায় ছ’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জনতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলির ঘটনাটি ঘটেছে ভার্জিনিয়া বিচের কাছে মিউনিসিপ্যাল সেন্টারের৷ সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, আততায়ী মার্কিন জনপরিষেবা দপ্তরের ইঞ্জিনিয়ার৷ কর্মক্ষেত্রে দীর্ঘ অবসাদের কারণেই ৪০ বছরের ডি ওয়েন ক্র্যাডক এই ঘটনা ঘটিয়েছে৷ রাজপথে ১২জনকে গুলি

ফের রক্তাক্ত আমেরিকা, রাজপথে এলোপাথাড়ি গুলিতে হত ১২

ওয়াশিংটন: ফের রক্তাত আমেরিকা৷ রাজপথে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু ১২ জনের৷ ঘটনায় আশঙ্কাজন অস্থায় ছ’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জনতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলির ঘটনাটি ঘটেছে ভার্জিনিয়া বিচের কাছে মিউনিসিপ্যাল সেন্টারের৷

সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, আততায়ী মার্কিন জনপরিষেবা দপ্তরের ইঞ্জিনিয়ার৷ কর্মক্ষেত্রে দীর্ঘ অবসাদের কারণেই ৪০ বছরের ডি ওয়েন ক্র্যাডক এই ঘটনা ঘটিয়েছে৷ রাজপথে ১২জনকে গুলি করে খুনের পর নিজেও হয়েছেন আত্মঘাতী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 1 =