দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল? স্পষ্ট করল CBSE

দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল? স্পষ্ট করল CBSE

কলকাতা: দেশ এবং রাজ্য জুড়ে করোনা ভাইরাস সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে একাধিক পরীক্ষা বাতিল হয়েছে ইতিমধ্যেই। এমনকি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক নিয়েও সংশয় তৈরি হয়েছে দারুণ ভাবে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল। এর পাশাপাশি একাধিক চাকরির পরীক্ষা পিছিয়ে গিয়েছে। এবার জল্পনা তৈরি হয়েছে সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে। অনেকের ধারণা হয়েছে, দশম শ্রেণির পরীক্ষা বাতিলের মত দ্বাদশ শ্রেণির পরিক্ষাও বাতিল হয়েছে। এই নিয়ে এবার সব জল্পনা ওড়াল সিবিএসই। 

তাদের তরফ থেকে জানান হয়েছে, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিলের কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। যদি সেরকম কোনও সিদ্ধান্ত বোর্ড নেয়, তাহলে তা আনুষ্ঠানিক ভাবেই ঘোষণা করা হবে। আসলে চলতি মাসেই সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও পরিস্থিতির জন্য দশম শ্রেণির পরীক্ষা বাতিল ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। দশম শ্রেণির পরীক্ষা বাতিলের মত দ্বাদশ শ্রেণির পরিক্ষাও বাতিল হয়ে গেছে গুজব ছড়িয়ে গেছিল। সেই প্রেক্ষিতেই নিজেদের অবস্থান স্পষ্ট করল কর্তৃপক্ষ। 

এর আগে অবশ্য, শিক্ষা মন্ত্রকের এক সিনিয়র আধিকারিক জানান, সম্ভবত দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হবে৷ তিনি বলেন, ‘‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ এবার সিবিএসই পরিস্থিতি বিবেচনা করে দেখবে এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের জন্য একটি বিকল্প মূল্যায়নের কথাও ভাবা হবে৷’’   প্রসঙ্গত, ইতিমধ্যেই দশম শ্রেণির বোর্ড বাতিল করেছে সিবিএসই ও আইসিএসই৷ উল্লেখ্য, মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইসিএসআই পরীক্ষা থেকে শুরু করে জয়েন্ট এন্ট্রান্স, সব পরীক্ষা পিছিয়ে গিয়েছে করোনাভাইরাস পরিস্থিতির কারণে। এবার এই একই কারণে পিছিয়ে গেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি পরীক্ষা। আগামী ২৭ জুন এই পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু এখন জানা যাচ্ছে, আপাতত এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =