জুলাইয়ে উচ্চমাধ্যমিক, আগস্টে মাধ্যমিক! নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

জুলাইয়ে উচ্চমাধ্যমিক, আগস্টে মাধ্যমিক! নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

df22347fd164b53a6b47c5da1fa8c5c8

কলকাতা: কোভিড পরিস্থিতিতে রাজ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে সংশয় ছিল বহু দিন ধরেই। তবে নবান্নে আজ মুখ্যমন্ত্রী জানান, মাধ্যমিক হবে আগস্টে৷ উচ্চমাধ্যমিক হবে জুলাইয়ে। কোভিড বিধি মেনে আবশ্যিক বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে৷ বাকি বিষয়গুলির মূল্যায়ন হবে বিদ্যালয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷ পরীক্ষাকেন্দ্র হবে নিজের স্কুল৷ ৩ ঘণ্টার পরিবর্তে পরীক্ষা হবে দেড় ঘণ্টার৷

নবান্নে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘জুলাইয়ের শেষ সপ্তাহে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ পড়ুয়ারা যাতে সর্বভারতীয় ও আন্তর্জাতিক পরীক্ষায় অংশ নিতে পারেন, সেজন্য উচ্চমাধ্যমিক আগে হচ্ছে৷ এ বছর পরীক্ষার্থী ১২ লক্ষের বেশি৷ আবশ্যিক বিষয়গুলির উপরে পরীক্ষা হবে৷ অতিরিক্ত বিষয় ৩৮ থেকে ৫৮টি। বিদ্যালয়ের নম্বরের ভিত্তিতেই সেগুলির মূল্যায়ন হবে।” আগের বছরও করোনা পরিস্থিতিতে ঠিক করে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ এমনকি লকডাউনের কারণে গত বছর শেষ পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষাও নেওয়া হয়নি। টেস্ট পরীক্ষার নম্বরের ভিত্তিতেই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়৷ তাই এই বছর রাজ্য সরকার আর নতুন করে কোন সমস্যা চায় না। ফলে, জুলাই মাসেই নেওয়া হবে উচ্চ মাধ্যমিক। উচ্চমাধ্যমিকে সাড়ে ৮ লক্ষের বেশি পরীক্ষার্থী রয়েছে। আবশ্যিক বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে এবং সময় লাগবে ১৬ দিন।

এদিন মুখ্যমন্ত্রী জানান, ৩ ঘণ্টার বদলে দেড় ঘণ্টা করে হবে একেকটি পরীক্ষা৷ পরীক্ষাকেন্দ্র হবে স্কুলেই৷ শুধুমাত্র আবশ্যিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে৷ জুলাইয়ে উচ্চ মাধ্যমিক, অগাস্টে হবে মাধ্যমিক পরীক্ষা৷  পরীক্ষার দিনক্ষণ ঠিক করবে সংশ্লিষ্ট দফতর৷ ৭ দিনের মধ্যে শেষ এই দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা৷ ঐচ্ছিক বিষয়ের নম্বর স্কুলের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দেওয়া হবে৷ উচ্চ মাধ্যমিকে ১৫টি আবশ্যিক বিষয়ের এবার পরীক্ষা নেওয়া হবে৷ ঐচ্ছিক বিষয়ের নম্বর স্কুলে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দেওয়া হবে৷ দেড় ঘণ্টা করে এক একটি পরীক্ষা নেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *