ব্রিগেডের জন সমাগম মনোবল বাড়ালো বাম নেতৃত্বের

কলকাতা: ব্রিগেড সমাবেশের জন সমাগম দেখে মনোবল বাড়ল বাম নেতৃত্বের। দলে রক্তক্ষরণ চলছেই। লোকসভা ভোটের আগে ব্রিগেড সমাবেশকে সামনে রেখেই লড়াইয়ে নামতে চেয়েছিল বামফ্রন্ট। বামফ্রন্ট ছাড়াও উপস্থিত ছিল সিপিআইএম লিবারেশন সহ কয়েকটি দল। আর মঞ্চ থেকে ময়দানের দিকে তাকালেই দেখা গেল মানুষের মাথা আর লাল ঝান্ডা। তিন বছর। ব্রিগেডে সভা করেনি বামেরা। দুর্জনেরা বলে, লোক

4744b1fb898e4c78327bccf4289e1b4e

ব্রিগেডের জন সমাগম মনোবল বাড়ালো বাম নেতৃত্বের

কলকাতা: ব্রিগেড সমাবেশের জন সমাগম দেখে মনোবল বাড়ল বাম নেতৃত্বের। দলে রক্তক্ষরণ চলছেই। লোকসভা ভোটের আগে ব্রিগেড সমাবেশকে সামনে রেখেই লড়াইয়ে নামতে চেয়েছিল বামফ্রন্ট। বামফ্রন্ট ছাড়াও উপস্থিত ছিল সিপিআইএম লিবারেশন সহ কয়েকটি দল। আর মঞ্চ থেকে ময়দানের দিকে তাকালেই দেখা গেল মানুষের মাথা আর লাল ঝান্ডা। তিন বছর। ব্রিগেডে সভা করেনি বামেরা। দুর্জনেরা বলে, লোক জড়ো করতে না বলেই সভা করেনি। আর সমর্থকদের মতে, দল শক্তি সঞ্চয় করছিল। কারণ যাই হোক, অনেকদিন পরে মাঠে নামলেন বাম নেতৃত্ব। আর নেমেই দেখালেন বুড়ো হাড়ে এখনও ভেলকি দেখানো যায়।

শনিবার রাত থেকেই শহর এবং শহরতলি থেকে মহানগরে এসে ভিড় জমিয়েছিলেন বাম সমর্থকেরা ৷ সকাল হতেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এসে পৌঁছয় ব্রিগেডে। ট্রেন, বাসে চড়ে আসেন ক্রমী, সমর্থকরা। দলের সুদিন আর নেই। তাই নিজেদের খাবারের ব্যবস্থা নিজেরাই করেছিলেন তাঁরা। বাম ব্রিগেডে জনসমুদ্র দেখে উচ্ছ্বসিত সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ তিনি বলেই ফেললেন, ‘আজকের এই জনসমুদ্র দেখে একটা কথা বিশ্বাস হয়ে গিয়েছে, বাংলার জনগণ দিল্লি থেকে মোদিকে আর বাংলা থেকে মমতাকে হঠাবে।’

এদিনের ব্রিগেডে চোখে পড়ার মতো ভিড় ছিল ছাত্র, যুবদের। নিন্দুকেরা বলে, বামেদের থেকে মুখ ফিরিয়েছে তরুণ প্রজন্ম। রবিবাসরীয় ব্রিগেড কিন্তু বলল উলটো কথা। অনেকের মতে তরুণদের আসার অন্যতম কারণ ছিল ছাত্র নেতা কানহাইয়া কুমারের বক্তৃতা শোনা। কিন্তু শেষ মুহূর্তে নিরাশ করেন কানাহাইয়া। অসুস্থতার কারণে আসতে পারেননি তিনি। তাতে সামান্য মন ভাঙলেও ব্রিগেড থেকে বাড়তি অক্সিজেন নিয়ে ফিরলেন ছাত্র, যুবরা। দীর্ঘদিন পরে রাজপথ ঢাকল লাল পতাকায়। এই ব্রিগেডের প্রতিফলন ইভিএমের কতটা পড়বে, তা অবশ্য সময়ই বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *