শিশুদের কোভিড চিকিৎসায় ফেস্টের টাকা, সাধুবাদ প্রেসিডেন্সির ছাত্র সংসদকে

শিশুদের কোভিড চিকিৎসায় ফেস্টের টাকা, সাধুবাদ প্রেসিডেন্সির ছাত্র সংসদকে

8ad3c4f97a2fa7e5f0028044e84a5e44

কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা দেশ। লড়ছে বাংলাও। পরিস্থিতি মোকাবিলায় কার্যত লকডাউন জারি করা হয়েছে রাজ্যে। যা অনেকটাই করোনায় লাগাম পরাতে পেরেছে৷ তবে এরই মধ্যে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কায় ভুগতে শুরু করেছে মানুষ৷ বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় ঢেউয়ের সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে শিশুদের৷ সেই আশঙ্কা থেকেই শিশুদের পাশে দাঁড়াল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ৷ শিশুদের করোনা চিকিৎসার জন্য ফেস্টের টাকা ইনস্টিটিউট অফ চাইল্ড- হেলথের হাতে তুলে দেওয়া হল৷ 

আরও পড়ুন- দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা কবে? ২ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কেন্দ্র

জানা গিয়েছে, ফেস্টের ৪০ শতাংশ টাকাই শিশুদের চিকিৎসার কাজে ব্যবহার করা হবে৷ প্রেসিডেন্সি ছাত্র সংসদের এক সদস্য এই সময় ডিজিটালকে জানিয়েছেন, ‘‘এখন বিনোদনের সময় নয়৷ তার উপর ক্যাম্পাসও বন্ধ রয়েছে৷ তাই ফেস্টের টাকাটা শিশুদের চিকিৎসার কাজে ব্যবহার করা হল৷ যাতে শিশুরা যথাযথ চিকিৎসা পায়৷ আমাদের এই সিদ্ধান্তকে স্বীকৃতি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও৷’’ 

পাশাপাশি করোনা পরিস্থিতিতে আর্থিক সঙ্কটে পড়া ছাত্রছাত্রীদের পাশেও দাঁড়িয়েছে প্রেসিডেন্সির ছাত্র সংসদ৷ দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের বন্দোবস্তও করা হয়েছে৷ এর জন্য ফেস্টের তহবিলের ৩০ শতাংশ টাকা কাজে লাগানো হচ্ছে বলেও জানানো হয়েছে৷ এছাড়াও করোনা আবহে যাতে সেমিস্টার ফি না নেওয়া হয়, সেই আবেদনও জানানো হয়েছে৷ প্রেসিডেন্সি ছাত্র সংসদ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের দিকেও৷ ছাত্র সংসদের তরফে জানানে হয়েছে, এই টাকা থেকে পূর্ব মেদিনীপু ও দক্ষিণ ২৪ পরগণায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছেও ত্রাণ পৌঁছে দেওয়া হবে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *