ভারতের উপর নয়া নিষেধাজ্ঞা চাপাল আমেরিকা, জবাব দিল ভারত

নয়াদিল্লি: ভারত-মার্কিন সম্পর্কে বড়সড় ধাক্কা৷ দ্বিতীয় বারের জন্য মোদি সরকার গঠনের পর ভারত-মার্কিন বাণিজ্যে খারাপ খবর শোনাল ওয়াশিংটনের কর্তারা৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, ভারতকে দেওয়া বাণিজ্য বিষয়ক বিশেষ সুবিধা তুলে নিচ্ছে আমেরিকা৷ মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের পর কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রকের তরফে গোটা বিষয়টি দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করা হয়েছে৷ মার্কিন প্রশাসনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামি

ভারতের উপর নয়া নিষেধাজ্ঞা চাপাল আমেরিকা, জবাব দিল ভারত

নয়াদিল্লি: ভারত-মার্কিন সম্পর্কে বড়সড় ধাক্কা৷ দ্বিতীয় বারের জন্য মোদি সরকার গঠনের পর ভারত-মার্কিন বাণিজ্যে খারাপ খবর শোনাল ওয়াশিংটনের কর্তারা৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, ভারতকে দেওয়া বাণিজ্য বিষয়ক  বিশেষ সুবিধা তুলে নিচ্ছে আমেরিকা৷ মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের পর কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রকের তরফে গোটা বিষয়টি দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করা হয়েছে৷

মার্কিন প্রশাসনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামি ৫ জুন থেকে ভারতকে দেওয়া বাণিজ্যের বিশেষ সুবিধা তুলে নেওয়া হবে৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের বাজারে মার্কিন পণ্য বিক্রিতে বিশেষ সুবিধা দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি৷ সেই কারণে তাদের এই সিদ্ধান্ত৷ জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স প্রকল্পের মাধ্যমে ভারতের নাম বাতিল করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি৷

জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স প্রকল্পের আওতায় উন্নয়নশীল বেশ কিছু দেশকে বাণিজ্যের জন্য বিশেষ ছাড় দেয় আমেরিকা৷ কোনও শুল্ক ছাড়াই আমেরিকার বাজারে ওই দেশের পণ্য ঢুকতে পারে৷ ফলে, দামও কম হয়৷ এতদিন ভারতও একই ভাবে এই সুবিধা পেত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 2 =