বাতিল হওয়া CBSE-ISC দ্বাদশের মূল্যায়ন কী ভাবে? জানতে চাইল সুপ্রিম কোর্ট

বাতিল হওয়া CBSE-ISC দ্বাদশের মূল্যায়ন কী ভাবে? জানতে চাইল সুপ্রিম কোর্ট

0feaf4c2ad9cb9aae9f66ea5e14d12c7

নয়াদিল্লি:  করোনা পরিস্থিতিতে বাতিল হয়ে গিয়েছে দুই দিল্লি বোর্ড সিবিএসই ও আইএসসি দ্বাদশ বোর্ড পরীক্ষা৷ কেন্দ্রের এই সিদ্ধান্তে সন্তুষ্ট আদালত৷ কিন্তু পরীক্ষার মূল্যায়ন হবে কী ভাবে? কেন্দ্রের কাছে তা জানতে চাইল  শীর্ষ আদালত৷

আরও পড়ুন- মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা পুর্বিবেচনার পথে রাজ্য, গঠিত বিশেষজ্ঞ কমিটি

বৃহস্পতিবার বিচারপতি এএম খানউইলকর এবং দীনেশ মহেশ্বরীর বেঞ্চ বলে, ‘‘সরকার দ্বাদশের পরীক্ষা বাতিল করার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমরা খুশি৷ কিন্ত মূ্ল্যায়নের মানদণ্ড কী হবে, তা আমাদের জানাতে হবে৷’’ সেই সঙ্গে শীর্ষ আদালত আরও জানায়, মূল্যায়নের মানদণ্ড নির্ধারণে দীর্ঘ সময় নেওয়া যাবে না৷ কারণ বহু ছাত্রছাত্রী দেশ-বিদেশের বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার অপেক্ষায় রয়েছে৷ ২ সপ্তাহের মধ্যে এই বিষয়ে জানাতে হবে বলেও নির্দেশ সুপ্রিম কোর্টের৷ মূল্যায়ন পদ্ধতি জানানোর জন্য আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছে দুই বোর্ড সিবিএসই ও আইএসসি৷ কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের সেক্রেটারি অনুরাগ ত্রিপাঠি বুধবার জানিয়েছেন, কর্মকর্তারা পরীক্ষার্থীদের মূল্যায়নের মানদণ্ড নির্ধারণের বিষয়টি বিবেচনা করে দেখছে৷ 

করোনা আবহে আগেই বাতিল হয়েছিল দশমের বোর্ড৷ তবে স্থগিত রাখা হয়েছিল দ্বাদশ৷ মঙ্গলবার প্রধানমন্ত্রীর পৌরহিত্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্র৷  পরীক্ষা বাতিল প্রসঙ্গে মোদী জানান, ‘পড়ুয়া, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা উদ্বেগের মধ্যে রয়েছেন৷ এই পরিস্থিতি শেষ হওয়া প্রয়োজন। এরকম একটা কঠিন সময়ে পরীক্ষায় বসার জন্য পড়ুয়াদের চাপ দেওয়া ঠিক নয়। প্রত্যেকেরই বিষয়টা সেভাবে দেখা উচিত।’  এর পরেই সিবিএসই-র পথে হেঁটে পরীক্ষা বাতিল করে দেয় কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশেন (সিআইএসসিই)। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *