নয়াদিল্লি: রাজ্যের মুখ্যসচিব, সিপি ও ডিজির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করল সিবিআই৷ সিবিআইয়ের মামলায় পার্টি করা হয়েছে কেন্দ্রকে৷ রাজ্যের এক জন ডিসি, এক জন এডিসিপি দুই ইনস্পেক্টরের নামেও মামলা করা হয়েছে সংবাদ সংস্থা সূত্রে খবর৷ ইতিমধ্যেই সিবিআইয়ের দায়ের করা মামলা গৃহীত হয়েছে৷ মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে৷
রবিবার রাতের ঘটনায় সংবাদ সংস্থা এএনআইকে সিবিআইয়ের অন্তর্বর্তী প্রধান এম নাগেশ্বর রাও জানিয়েছিলেন, আজ সোমবার এ ব্যাপারে সুপ্রিম কোর্টে যাবেন তাঁরা৷ সোমবার সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে একাধিকবার সমন পাঠানো হয়েছিল৷ কিন্তু, তিনি ‘সহযোগিতা’ করেননি৷ এমনকী, তাঁর বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ারও অভিযোগ তুলেছে সিবিআই৷ আদালত সূত্রে খবর, সিবিআইয়ের হয়ে মামলা লড়ছেন সলিসিটার জেনেরাল তুষার মেহতা৷ তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘‘আমাদের দলকে আটকে রাখা হয়েছিল৷ কলকাতা পুলিশ কমিশনারের এখনই আত্মসমর্পণ করা উচিত৷ আমরা সেই আর্জিই জানাব আদালতে৷’’ অন্যদিকে, পাল্টা প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার তথা কলকাতা পুলিশও৷ সম্ভবত রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন কংগ্রেসের রাজ্যসভা সাংসদ তথা আইনজীবী অভিষেক মনু সিংভি৷
CBI pleas in SC: Supreme Court says CBI permitted to bring the material on record to support its claim that West Bengal Police Commissioner is trying to destroy evidence.
— ANI (@ANI) February 4, 2019
SC to hear tomorrow CBI plea seeking directions to Kolkata Police Commissioner Rajeev Kumar to cooperate with the investigation in Saradha chit fund case. pic.twitter.com/ZvygRQbT6K
— ANI (@ANI) February 4, 2019
সার্বিক এই পরিস্থিতিতে বাংলা তথা গোটা দেশের নজর এখন রয়েছে সুপ্রিম কোর্টের দিকে৷ সর্বোচ্চ আদালত কী রায় দেয়, বিচারপতিরা রায় দিতে গিয়ে কোনও বিশেষ পর্যবেক্ষণ করেন কি না, কিংবা বিষয়টিকে প্রথমে হাইকোর্টের বিবেচনার জন্য পাঠিয়ে দেয় কি না সেটাই এখন দেখার৷