বারাসত: পরীক্ষা বাতিলের দাবিতে পথ অবরোধ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের! অবরোধে নাকাল যাত্রীরা৷ স্থানীয়দের প্রবল আপত্তিতে পরে উঠে যায় অবরোধ!
উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের দাবিতে রাস্তা অবরোধ পরীক্ষার্থীদের। উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার হেলেঞ্চা দত্তফুলীয়া সড়কে চোয়াটিয়া পাঁচমাইল এলাকায় রাস্তা অবরোধ করে কয়েকজন পরীক্ষার্থী। স্থানীয় একটি স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ইউনিফর্ম পরে অবরোধে সামিল হন। এদিন সকালে দেখা যায়, রাস্তার উপর সবুজ সাথীর সাইকেল, বাঁশ, ইট ফেলে অবরোধ করে শুরু করেন উচ্চমাধ্যমিক পড়ুয়ারা। হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তারা। পরীক্ষার্থীদের দাবি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দাবি, অন্যান্য রাজ্যে পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে, তাই এরাজ্যও পরীক্ষা বাতিল করা হোক৷
ঘণ্টাখানেক ধরে চলে অবরোধ। যদিও এই অবরোধ মানতে নারাজ স্থানীয়দের একাংশ। তাঁদের দাবি, রাজ্য সরকার পড়ুয়াদের অনেক সাহায্য করেছে, তারা বাড়ি বসে পড়াশোনা করে পরীক্ষা দিক। করোনা আবহে ইতিমধ্যেই দশম ও দ্বাদশের পরীক্ষা বাতিল করেছে কেন্দ্রীয় বোর্ড৷ করোনা পরিস্থিতিতে পরীক্ষা হওয়া উচিত কি না, তা জানতে ইতিমধ্যেই জনতার রায় জানতে চেয়েছে রাজ্য সরকার৷ জমা পড়েছে পরীক্ষা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট৷ জনতার রায় জানতে বিজ্ঞপ্তি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই পরীক্ষার্থীদের পথ অবরোধের ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ।