কলকাতা: করোনা পরিস্থিতিতে বাতিল হয়ে গেল ২০২১-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টেরও একটি পর্যবেক্ষণ রয়েছে৷ পাশাপাশি রাজ্যে বিশেষজ্ঞ কমিটিও মনে করছে, কোভিড পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া উচিত হবে না৷ তবে মূল্যায়ন কী ভাবে হবে সে বিষয়ে শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চশিক্ষা সংসদ৷
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয়৷ বহু স্কুলও সেফ হাউজ হয়ে গিয়েছে৷’ করোনা পরিস্থিতি ও পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত৷ মুখ্যমন্ত্রী বলেন, পড়ুয়াদের যাতে কোনও সমস্যা না হয়, সে দিকে নজর দিতে হবে৷ তাঁরা যাতে বঞ্চিত না হয়৷ তাঁর কথায়, ‘পরীক্ষা না হলে অনেক সময় ছাত্রছাত্রীদের সমস্যাও হয়৷ কারণ পরীক্ষার নম্বরের ভিত্তিতেই জীবনের গতি তৈরি হয়৷ তবে কোভিড পরিস্থিতিতে প্রায় সব রাজ্য একই সিদ্ধান্ত নিয়েছে৷ পরীক্ষা বাতিল করেছে সিবিএসই-ও৷ বিশেষজ্ঞ কমিটির মতামত নিয়ে আমরাও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বাতিল করলাম৷’ কী ভাবে মূল্যায়ন হবে আগামী ৭ দিনের মধ্যে তা জানিয়ে দেওয়া হবে৷ সিবিএসই কী ভাবে মূল্যায়ন করছে, সেদিকেও নজর রাখার কথা বলেছেন তিনি৷ নবম ও দশম শ্রেণির নম্বরের ভিত্তিতে কী ভাবে নম্বর দেওয়া হবে সেই বিষয়টিও বিবেচনা করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি ৩৪ হাজার মতামতও খতিয়ে দেখা হবে৷