ব্রিগেড শেষের পরই কেন এই নাটকের অভিযান? প্রশ্ন তুললেন সূর্যকান্ত

কলকাতা: ব্রিগেড শেষের পরই কেন নাটকের অভিযান? সিবিআইয়ের ভূমিকা নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন সূর্যকান্ত মিশ্র৷ সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও সরব হন তিনি৷ বলেন, ‘‘আপনি কেন হঠাৎ সিবিআই ধরতে গেলেন৷ আপনাদের নেতা-মন্ত্রীদের যখন ধরেছিল, তখন কেন যাননি৷’’ এদিন সিবিআইয়ের ভূমিকা নিয়ে মুখ খোলেন সূর্যকান্ত৷ বলেন, ‘‘চার বছর ধরে আপনা সময়

ব্রিগেড শেষের পরই কেন এই নাটকের অভিযান? প্রশ্ন তুললেন সূর্যকান্ত

কলকাতা: ব্রিগেড শেষের পরই কেন নাটকের অভিযান? সিবিআইয়ের ভূমিকা নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন সূর্যকান্ত মিশ্র৷ সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও সরব হন তিনি৷ বলেন, ‘‘আপনি কেন হঠাৎ সিবিআই ধরতে গেলেন৷ আপনাদের নেতা-মন্ত্রীদের যখন ধরেছিল, তখন কেন যাননি৷’’

এদিন সিবিআইয়ের ভূমিকা নিয়ে মুখ খোলেন সূর্যকান্ত৷ বলেন, ‘‘চার বছর ধরে আপনা সময় পেলেন না, ঠিক ব্রিগেডের দিন কেন এই নাটক? এতদিন কী করছিলেন? আমরা কি কিছুই বুঝি না৷ আমরা সব দেখেছি৷’’ মুখ্যমন্ত্রীকে কঠগড়ায় তুলে তাঁর মন্তব্য, ‘‘আপনিই তো চেয়েছিলেন, তদন্ত হোক৷ কিন্তু, কাল এমন কী হল, আপনাকে ছুটে যেতে হল৷’’ এদিন ব্যঙ্গ করে পেনড্রাইভ ও সারদার লাল ডাইরির প্রসঙ্গ তুলে সিবিআই ও রাজ্যের শাসকদলকে কটাক্ষ করেন৷

ব্রিগেড থেকে অক্সিজেন পেয়ে সিবিআই-কলকাতা পুলিশ ইস্যুতে সোমবার পথে নামে সিপিএম নেতৃত্ব৷ দলের কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে সোমবার বিকেল পাঁচটায় মৌলালি পার্ক থেকে মিছিলের ডাক দেওয়া হয়৷ চিটফান্ড কেলেঙ্কারিতে ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান তুলে রাস্তায় নামেন বামফ্রন্ট চেয়ারম্যান সহ সিপিএমের শীর্ষ বঙ্গ নেতৃত্ব৷ এদিন মিছিল শুরুর আগে সংবাদমাধ্যমে বিমান বসু বলেন, ‘‘তৃণমূলের ধর্নায় পুলিশ কর্তারা থাকবেন কেন? তাঁরা কী ওখানে যেতে পারেন৷ এটা কী হচ্ছে? আমরা কী বুঝি না!’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 10 =