হাইকোর্টে থমকে গেলে কলকাতা পুলিশের সিবিআই মামলা

কলকাতা: হাইকোর্টে থমকে গেলে কলকাতা পুলিশের সিবিআই মামলা৷ মঙ্গলবার হাইকোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, সুপ্রিম কোর্টে মামলার গতিপ্রকৃতি না দেখে এই মামলার শুনানি সম্ভব নয়৷ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর আগামী বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভবনা রয়েছে৷ সিবিআইয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার৷ তাঁর ওই আবেদন গ্রহণ

হাইকোর্টে থমকে গেলে কলকাতা পুলিশের সিবিআই মামলা

কলকাতা: হাইকোর্টে থমকে গেলে কলকাতা পুলিশের সিবিআই মামলা৷ মঙ্গলবার হাইকোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, সুপ্রিম কোর্টে মামলার গতিপ্রকৃতি না দেখে এই মামলার শুনানি সম্ভব নয়৷ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর আগামী বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভবনা রয়েছে৷

সিবিআইয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার৷ তাঁর ওই আবেদন গ্রহণ করে হাইকোর্ট৷ আদালত সূত্রে খবর, পুলিশ কমিশনার হাইকোর্টে আবেদন জানিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান৷

অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে সিবিআই৷ পুলিশ কমিশনার রাজীব কুমারের সহযোগিতার অভিযোগ তোলা হয়েছে৷ চলছে ওই মামলার শুনানি৷

সিবিআই আধিকারিকদের আটক করার ঘটনায় রাজ্যের বেশ কয়েকজন আইপিএস অফিসারের দিকে রুলবুক ভাঙার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এদিনি সুপ্রিম কোর্টে শুনানি হয়, সেখানে সিবিআইয়ের তরফে আইনজীবী তুষার মেহতা জানান, যত দ্রুত সম্ভব রাজীব কুমারকে জেরার জন্য সিজিওকমপ্লেক্সে আনা হোক। চিটফান্ড কাণ্ডে অসহোযোগিতা করছেন সিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 1 =