গোপনীয়তার স্বার্থে পৃথক থানা চাইল CID

কলকাতা: এসটিএফের মতোই স্বয়ংসম্পূর্ণ থানা চায় সিআইডি৷ আইনি এই স্বীকৃতি চেয়ে রাজ্য পুলিশের তরফে প্রস্তাব গেল স্বরাষ্ট্র দপ্তরে৷ আসলে থানার মর্যাদা না থাকায় গুরুত্বপূর্ণ বহু মামলার এফআইআর থানাতেই করতে হয় তাদের৷ ফলে অনেক ক্ষেত্রেই গোপনীয়তা থাকছে না৷ সরকার চাইছে সিআইডি কী বিষয়ে তদন্ত করছে, তা যেন প্রকাশ্যে না আসে৷ সেই কারণে এই প্রস্তাব পাঠানো হয়েছে৷

c55e8578086c85c967508bfdf41c63d5

গোপনীয়তার স্বার্থে পৃথক থানা চাইল CID

কলকাতা: এসটিএফের মতোই স্বয়ংসম্পূর্ণ থানা চায় সিআইডি৷ আইনি এই স্বীকৃতি চেয়ে রাজ্য পুলিশের তরফে প্রস্তাব গেল স্বরাষ্ট্র দপ্তরে৷ আসলে থানার মর্যাদা না থাকায় গুরুত্বপূর্ণ বহু মামলার এফআইআর থানাতেই করতে হয় তাদের৷ ফলে অনেক ক্ষেত্রেই গোপনীয়তা থাকছে না৷

সরকার চাইছে সিআইডি কী বিষয়ে তদন্ত করছে, তা যেন প্রকাশ্যে না আসে৷ সেই কারণে এই প্রস্তাব পাঠানো হয়েছে৷ ইতিমধ্যেই এই নিয়ে প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে নবান্ন সূত্রে খবর৷ খুব শীঘ্রই যাতে সিআইডিকে এই ক্ষমতা দেওয়া যায়, তার তোড়জোড় শুরু হয়েছে বলে জানা যাচ্ছে৷ প্রসঙ্গত, দু’দিন আগে রাজস্ব কর সংক্রান্ত অপরাধের তদন্তে ডিরেক্টর অব রেভিনিউ ইন্টেলিজেন্স অ্যান্ড এনফোর্সমেন্ট (ডিআরআইই) গঠনে ছাড়পত্র দিয়েছে মন্ত্রসভা৷ ডিআরআইই’র জন্যও থাকছে পৃথক থানা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *