নয়াদিল্লি: এগিয়ে বাংলা৷ মাতৃভাষায় শিক্ষার নিরিখে দেশের মধ্যে প্রথম স্থান দখল করল পশ্চিমবঙ্গ। মাতৃভাষায় শিক্ষার নিরিখে দক্ষিণ ভারতের মধ্যে প্রথমে রয়েছে কর্ণাটক৷ ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশনের রিপোর্টে একথা বলা হয়েছে৷ এই রিপোর্ট ইতিমধ্যে কেন্দ্রের কাছে জমা পড়ে গিয়েছে। প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্বীকৃত এবং অস্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলির তথ্য জানতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে ইউডিআইএসই নামে একটি অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে৷
ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশনের রিপোর্ট থেকে পাওয়া তথ্যে ভিত্তিতে জানা গিয়েছে, মাতৃভাষায় শিক্ষার নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের ৮৯.৯ শতাংশ পড়ুয়া বাংলা মাধ্যম স্কুলেই পড়ে। পশ্চিমবঙ্গের মাত্র ৫.৩ শতাংশ পড়ুয়া ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে৷ ওড়িশায় মাত্র ১.২ শতাংশ বাঙালি বাস করেন। তাতেও ৮০ শতাংশ পড়ুয়া বাংলা মাধ্যমের স্কুলে পড়ে৷ রিপোর্টে উল্লেখিত তথ্য অনুযায়ী, মাতৃভাষায় শিক্ষার নিরিখে দক্ষিণ ভারতের মধ্যে প্রথমে রয়েছে কর্ণাটক৷ কর্ণাটকের ৫৩.৫ শতাংশ শিক্ষার্থীই কন্নড় ভাষাকেই পড়াশোনার মাধ্যম হিসেবে বেছে নিয়েছে৷ তবে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ুয়ার সংখ্যা ২০ শতাংশ বেড়েছে।
অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানায় তেলুগু মাধ্যম স্কুলে পড়াশোনা করা শিক্ষার্থীর সংখ্যা ২৫ শতাংশেরও কম৷ সেখানে ৭৩.৮ শতাংশ পড়ুয়া ইংরেজি মাধ্যময স্কুলে পড়ে৷ কেরলে মাত্র ৩৫ শতাংশ পড়ুয়া মাতৃভাষা মালায়ালমকে পড়াশোনার মাধ্যম হিসেবে অগ্রাধিকার দেয়৷