দ্রুত সাফল্য পেতে চান? এই বিষয়গুলি নিয়ে পড়তে পারবে উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা

দ্রুত সাফল্য পেতে চান? এই বিষয়গুলি নিয়ে পড়তে পারবে উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা

কলকাতা: করোনা পরিস্থিতিতে মানুষ এখন এমন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যে কেউই বুঝতে পারছে না আগামী দিনে কি হতে চলেছে বা কি হতে পারে? সবচেয়ে বেশি সমস্যায় সম্মুখীন পাশ করবে যে উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীরা৷ কি নিয়ে পড়বে? কোথায় ভর্তি হবে? ভর্তির পদ্ধতিই বা কি? তা নিয়ে অকুল পাথারে পড়েছে তারা৷ তাদের সুবিধার্থে রইল কিছু কোর্সের বিবরণ৷

হসপিটাল ম্যানেজমেন্টের ব্যাচেলর ডিগ্রির কোর্সটি যে কোনও শাখা থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলেই পড়া যায়। কোর্সটিতে তিন বছরের সেমেস্টার ভিত্তিতে পরীক্ষা হয়। এখানে পড়ানো হয় বেসিক কনসেপ্ট অব হেলথ, হেলথকেয়ার সার্ভিস, হসপিটাল বেসড হেলথকেয়ার, হেলথ এডুকেশন, কমিউনিকেশন, বেসিক ইনফরমেশন টেকনোলজি, প্রিন্সিপাল অব ম্যানেজমেন্ট, অরগানাইজেশনাল বিহেবিয়ার, কোয়ানটিভি ম্যানেজমেন্ট, ফার্মেসি ম্যানেজমেন্ট, ইনভেনটরি ম্যানেজমেন্ট, বিলিং এবং রিকভারি ইত্যাদি। কোর্স চলাকালীন ফাইভস্টার ক্যাটাগরির হাসপাতাল থেকে ছ’ মাসের ইন্টার্নশিপ করতে হয়। কোর্স শেষ হলে  সরকারি ও বেসরকারি মাল্টিস্পেশালিটি, সুপারস্পেশালিটি হাসপাতালে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। টেরিটোরি ম্যানেজার, মার্কেটিং অ্যাসোসিয়েট, জেনারেল ম্যানেজার, ইভেন্ট ম্য়ানেজার পদে চাকরি করা দিয়ে শুরু করতে হয়।

হসপিটালিটি ম্যানেজমেন্টের ব্যাচেলার ডিগ্রি কোর্সটি যে কোনও শাখার দ্বাদশ শ্রেণি উত্তীর্ণরা পড়তে পারবে। কোর্সটিতে তিন বছরের সেমেস্টার ভিত্তিতে পরীক্ষা হয়। এখানে পড়ানো হয় ফেসিলিটি প্ল্যানিং, কমিউনিকেশন, হসপিটালিটি মার্কেটিং, বিজনেস ল্, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ফুড প্রোডাকশন, ফ্রন্ট অফিস ফাউন্ডেশন, ফুড সায়েন্স, নিউট্রিশন, ফুড এন্ড বেভারেজ সার্ভিস ইত্যাদি। কোর্স চলতে চলতেই ফাইভস্টার ক্যাটাগরির হাসপাতালে ছ’ মাসের ইন্টার্নশিপ করতে হয় । কোর্সের শেষ করলে সরকারি ও বেসরকারি মাল্টিস্পেশালিটি, সুপারস্পেশালিটি হাসপাতালে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। টেরিটোরি ম্যানেজার, মার্কেটিং অ্যাসোসিয়েট, জেনারেল ম্যানেজার, ইভেন্ট ম্য়ানেজার পদে চাকরি দিয়ে শুরু হয়।

হোটেল ম্যানেজমেন্টের ব্যাচেলর ডিগ্রি কোর্সটি যে কোনও শাখার দ্বাদশ শ্রেণি উত্তীর্ণরা পড়তে পারবে। কোর্সটিতে তিন বছরের সেমেস্টার ভিত্তিতে পরীক্ষা হয়। এখানে যে বিষয়গুলি পড়ানো হয়, তা হল ফুড প্রোডাকশন, ফ্রন্ট অফিস, কমিউনিকেশন, এফ এন্ড বেভারেজ সার্ভিস, হাউজকিপিং, বিজনেস ল্, হোটেল ইনফরমেশন সিস্টেম, হোটেল অ্যাকাউন্টিং ইত্যাদি। কোর্স চলাকালীন ফাইভস্টার ক্যাটাগরির হোটেলে স্টাইপেন্ড সহ ছ’ মাসের ইন্টার্নশিপ করতে হয়৷ কোর্স শেষ করার পর দেশ ও বিদেশের হোটেল ছাড়াও আইটি সেক্টর, ব্যাঙ্ক, রিটেল, রেলওয়েজ, টেলিকম, বিমা, জাহাজ, এবং এয়ার লাইসেন্সের মতো সংস্থায় চাকরির সুযোগ রয়েছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *