স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জনপ্রিয়তা বাড়ছে যোগী রাজ্যে, আবেদন গুজরাত থেকেও

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জনপ্রিয়তা বাড়ছে যোগী রাজ্যে, আবেদন গুজরাত থেকেও

80bbbfa509d1b29f9cc611b582aac470

লখনউ: বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেই স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই প্রকল্পে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন ছাত্রছাত্রীরা৷ সূচনা পর্ব থেকেই এই প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে৷ এমনকী বাংলার গণ্ডি ছাড়িয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে যোগী রাজ্যে৷ এই প্রকল্পের সুবিধা পেতে আর্জি জানাচ্ছেন উত্তরপ্রদেশ এমনকী গুজরাতের পড়ুয়ারাও৷ 

আরও পড়ুন- ভ্যান সামলাতে দিয়ে খেতে গেলেন দোকানি! ২০ মিনিট ধরে পেয়ারা বেচলেন এএসপি

জানা গিয়েছে, এখনও পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পেতে ভিন রাজ্য থেকে ১২ হাজারেরও বেশি পড়ুয়া আবেদন জানিয়েছেন৷ সবচেয়ে বেশি আবেদন এসেছে দক্ষিণী রাজ্য কর্ণাটক থেকে৷ আবেদন জানিয়েছেন ৭ হাজার পড়ুয়া৷ এছাড়াও উত্তরপ্রদেশ থেকে ৩৩০, ওডিশা থেকে ৯০০, অন্ধ্রপ্রদেশ থেকে ৬০০, তেলেঙ্গানা থেকে ৩০০, তামিলনাড়ু থেকে ২৮০, মহারাষ্ট্র থেকে ৩৫০ এবং দিল্লি থেকে ২০০ পড়ুয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানিয়েছেন৷  

আরও পড়ুন- শুভেন্দু-দিলীপের বিরুদ্ধে উগড়ে ভুল করেছিলাম, দলের কাছে ক্ষমা চাইলেন সৌমিত্র

এই প্রকল্পের উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণ করবেষ শুধু পড়ুয়ারা নন, চাকরির প্রস্ততি নেওয়ার জন্য পড়াশোনার ক্ষেত্রেও ঋণ নেওয়া যাবে৷ এর জন্য কোনও গ্যারান্টার লাগবে না৷ গ্যারান্টার হবে রাজ্য সরকার৷ ঋণ শোধ করার জন্যেও ১৫ বছর সময় পাওয়া যাবে৷ ৪০ বছর বয়স পর্যন্ত এই ঋণ নেওয়া যাবে৷         
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *