পাকিস্তানের বিরুদ্ধে কড়া মনোভাব মোদির, কোন পথে দু’দেশের সম্পর্ক?

নয়াদিল্লি: পাকিস্তান ইস্যুতে কড়া মনোভাব দেখালেন মোদি৷ পাক প্রধানমন্ত্রী ইমরান ভারতের প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখে আলোচনা শুরুর প্রস্তাব দিলেও ভারত এখনও নীরব৷ বিদেশ মন্ত্রকের খবর, মোদি ওই চিঠির প্রাপ্তিস্বীকার করলেও ইমরানকে কোনও উত্তর দেওয়া হয়নি৷ কিন্তু ইমরানের আলোচনা প্রস্তাবে ভারত যে এখনও রাজি নয়, সম্ভবত সেই বার্তাই থাকবে৷ ইমরানের চিঠিতে বিদেশ মন্ত্রকও কোনও প্রতিক্রিয়া দেওয়া

394719bb983125608f1d97a847465a9a

পাকিস্তানের বিরুদ্ধে কড়া মনোভাব মোদির, কোন পথে দু’দেশের সম্পর্ক?

নয়াদিল্লি: পাকিস্তান ইস্যুতে কড়া মনোভাব দেখালেন মোদি৷ পাক প্রধানমন্ত্রী ইমরান ভারতের প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখে আলোচনা শুরুর প্রস্তাব দিলেও ভারত এখনও নীরব৷

বিদেশ মন্ত্রকের খবর, মোদি ওই চিঠির প্রাপ্তিস্বীকার করলেও ইমরানকে কোনও উত্তর দেওয়া হয়নি৷ কিন্তু ইমরানের আলোচনা প্রস্তাবে ভারত যে এখনও রাজি নয়, সম্ভবত সেই বার্তাই থাকবে৷ ইমরানের চিঠিতে বিদেশ মন্ত্রকও  কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷ নরেন্দ্র মোদি মালদ্বীপ ও শ্রীলঙ্কা সফরে রয়েছে৷ আগামী সপ্তাহে যাবেন বিশকেক৷ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে উপস্থিত থাকবেন পাক প্রধানমন্ত্রী৷ কিন্তু বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, সেখানে মোদি ও ইমরানের সৌজন্য বৈঠকের হবে না৷ ইমরান মোদিকে চিঠি লিখে বলেছেন, তিনি চান ভারত ও পাকিস্তান আলোচনার রাস্তায় ফিরে বিভিন্ন সমস্যার সমাধান করুক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *