নয়াদিল্লি: ফের আফগানিস্তানে তালিবান রাজ শুরু হওয়ায় ভারতে পড়তে আসা আফগান পড়ুয়াদের আকাশে কালো মেঘের ঘনিয়েছে। তালিবানের হাত থেকে বাঁচাতে ভারত ইতিমধ্যেই আফগান হিন্দু-শিখদের আশ্রয় দেওয়ার ঘোষণা করেছে। কিন্তু ভারতে থাকা প্রায় ১১ হাজারের বেশি আফগান পড়ুয়ার মধ্যে উদ্বেগ বাড়ছে৷ দেশ তালিবানদের দখলে চলে যাওয়ায় বর্তমানে নিজেদের ভবিষ্যত নিয়ে কার্যত চিন্তায় এই আফগান পড়ুয়ার দল।
কারণ নিজের দেশে না থাকলেও সুদূর ভারতে বসেই তারা দেখেছেন তাদের মাতৃভূমি কীভাবে তালিবানিদের দখলে চলে গিয়েছে৷ যদিও একাধিক বামপন্থী ছাত্র সংগঠন ইতিমধ্যেই ভারতে থাকা আফগান ছাত্রদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এমনকি এসএফআইয়ের তরফে ভারতে পাঠরত আফগান ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে৷ পরিসংখ্যান অনুযায়ী, ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ছড়িয়ে ছিটিয়ে এখন প্রায় ১১ হাজার আফগান পড়ুয়া রয়েছেন৷ এর মধ্যে ছাত্রীর সংখ্যা আঠারোশোর বেশি। এর মধ্যে মহারাষ্ট্রেই ৫ হাজারের বেশি পড়ুয়া পড়াশোনা করছেন।
পুনের আফগান স্টুডেন্টস অ্যাসোশিয়েসনের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে ৩ হাজার আফগান পড়ুয়া পুনেতে পাঠরত। মুম্বইতে পাঠরত ৭০০ জন৷ ভারত সহ অন্যান্য দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসা আফগান পড়ুয়ারা নিজেদের দেশে ফেরার ভিসা এবং অন্য সুযোগসুবিধা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে৷ এর মধ্যে চিন্তা বাড়িয়েছে ব্রিটেন৷ জানা গিয়েছে, অন্যান্য দেশ আফগান পড়ুয়াদের দিকে সাহায্যের হাত বাড়ানোর কথা বললেও ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ে পাঠরত আফগান পড়ুয়াদের স্কলারশিপ বাতিল করা হয়েছে৷ কাবুলের দূতাবাস মারফত এই নির্দেশিকার কথা জানানো হয়েছে। ফলে এনিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল।