বারাসত: সারদাকাণ্ডে ‘লাল ডায়েরি’ নিয়ে বিতর্ক থাকলেও দিন কয়েক আগেই খোদ সারদা কর্তা সুদীপ্ত সেন জানিয়ে দিয়েছিলেন, লাল ডায়েরি নিয়ে তিনি কিছু জানেন না।
এবার সেই ‘বহু চর্চিত’ লাল ডায়েরি প্রসঙ্গে সারদা মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ও সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন। বুধবার বারাসতের এমপি-এমএলএ স্পেশাল কোর্টে এই হামলার শুনানিতে হাজির হয়েছিলেন দেবযানী। আদালত চত্বরে সাংবাদিকদের লাল ডায়েরির প্রশ্নে তিনি কোনও কোনও উত্তর দেননি। পাশাপাশি, পেনড্রাইভ ও ল্যাপটপের প্রশ্নেও এদিন তিনি ছিলেন নিরুত্তর।
চলতি মাসের গত ৫ তারিখ বারাসতের এই আদালতে সারদা মামলায় হাজিরা দিতে এসেছিলেন খোদ সারদা কর্তা সুদীপ্ত সেন। ওদিন লাল ডায়েরি প্রসঙ্গে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, আমার কাছে কোনও ডায়েরি কাছে ছিল না। পেনড্রাইভ ও ল্যাপটপও ছিল না। লাল ডায়েরি সম্পর্কে আমি কিছু জানি না। দেবযানী নাকি সিবিআইকে জানিয়েছিলেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, দেবযানী মুখোপাধ্যায় বলে থাকলে ওনাকেই জিজ্ঞাসা করুন। তবে, এদিন দেবযানী মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলেও লাল ডায়েরি ইস্যুতে তিনি নিরুত্তরই রইলেন।