বায়ুসেনায় নিয়োগের অ্যাডমিট কার্ড, রইল ডাউনলোডের পদ্ধতি

বায়ুসেনায় নিয়োগের অ্যাডমিট কার্ড, রইল ডাউনলোডের পদ্ধতি

নয়াদিল্লি: কমন অ্যাডমিশন টেস্ট ২০২১-এর অ্যাডমিড কার্ড প্রকাশ করল  ভারতীয় বায়ুসেনা। ভারতীয় বায়ুসেনার তরফে ফ্লায়িং ব্রাঞ্চ ও গ্রাউন্ড ডিউটির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ৩৩৪টি টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীদের afcat.cdac.in-এ লগ ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। বাছাই করা চাকরিপ্রার্থীদের প্রথমে প্রশিক্ষণ নিতে হবে। ফ্লায়িং ও টেকিনিক্যাল ব্রাঞ্চের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের ৭৪ সপ্তাহের কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হবে। নন টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য ৫২ সপ্তাহ প্রশিক্ষণ নিতে হবে।

অ্যাডমিট কার্ড  ডাউনলোড করার পদ্ধতি
প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করে তারপর প্রার্থীদের লগ ইন ট্যাবে ক্লিক করতে হবে। নিজে পাসওয়ার্ড বা ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করতে হবে। সবশেষে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন।

পরীক্ষা কেন্দ্রে চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ডের প্রিন্টআউট বাধ্যতামূলক ভাবে নিয়ে যেতে হবে। পরীক্ষা কেন্দ্রে এটাই হল টিকিট, যা ছাড়া পরীক্ষার্থীকে ঢুকতে দেবে না কর্তৃপক্ষ। করোনার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষার্থীর কেন্দ্র, সময় সম্পর্কিত সব তথ্য অ্যাডমিট কার্ডের মধ্যেই লিখে দেওয়া থাকবে। অনলাইনে পরীক্ষা, রেজিস্ট্রেশন ছাড়াও যে কোনও ধরনের সমস্যা হলে এএফসিএটি সেল ০২০-২৫৫০৩১০৫ বা ০২০-২৫৫০৩১০৬ নম্বরে পরীক্ষার্থীরা যোগাযোগ করতে পারবেন। এ ছাড়াও afcatcell@cdac.in-এই ইমেল আইডির মাধ্যমেও যোগাযোগ করতে পারবেন পরীক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানতে পরীক্ষার্থীকে afcat.cdac.in সাইটে গিয়ে দেখতে হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =