চরম ক্ষতিকারক কীটনাশক খেয়েছিলেন ৫ শিক্ষিকা, আশঙ্কাজনক দু’ জন

চরম ক্ষতিকারক কীটনাশক খেয়েছিলেন ৫ শিক্ষিকা, আশঙ্কাজনক দু’ জন

19c773e2ef14288e73b605f80c9bb37e

 

কলকাতা:  বিকাশ ভবনের সামনে পাঁচ শিক্ষিকার বিষ খেয়ে আত্মহত্যা করার ঘটনায় উত্তাল রাজ্য৷ অন্যায়ভাবে বদলি করার অভিযোগ তুলে মঙ্গলবার বিকাশ ভবন চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিলেন ৫ জন শিক্ষিকা। হঠাৎ করে তাঁরা ‘বিষ’ খেয়ে নেন৷ তাঁদের মধ্যে এনআরএস হাসপাতালে ভর্তি দুই শিক্ষিকার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷  এক শিক্ষিকা আবার বিষ খাওয়ার পর হৃদরোগেও আক্রান্ত হন৷ 

আরও পড়ুন- সিলেবাস কমে গেল মাধ্যমিকের! জারি হল নয়া নির্দেশিকা 

অন্যদিকে, আরজি কর হাসপাতালে ভর্তি তিন শিক্ষিকার মধ্যে এক জনের অবস্থা কিছুটা উদ্বেগজনক৷ তবে বাকি দু’জনের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে৷ চিকিৎসকরা জানাচ্ছেন, এই পাঁচ শিক্ষিকা হামলা নামে একটি অত্যম্ত ক্ষতিকারক বিষ খেয়ছিলেন৷ যার প্রভাব মারাত্মক৷ বিষের প্রভাবে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক কাজকর্ম বন্ধ হতে পারত৷  তাঁদের হাসপাতালে ভর্তি করার সঙ্গে সঙ্গে শিক্ষিকাদের শরীর থেকে দ্রুত বিষ বার করার প্রক্রিয়া শুরু করেন চিকিৎসকরা৷ এর পরেও দু’জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে৷  
 

আরও পড়ুন- হবু অধ্যাপকদের জন্য সুখবর, SET-এর প্রশ্নপত্র এবার বাংলাতেই

এদিকে বদলির প্রতিবাদে আত্মহত্যার চেষ্টা করা শিক্ষিকাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে রাজ্য সরকার।  বিক্ষোভকারীদের মূল অভিযোগ, লাগাতার আন্দোলন করার ফলে তাঁদের অনৈতিকভাবে বদলি করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদেই তাঁরা আজ এখানে আরও বিক্ষোভ প্রদর্শন করতে আসেন। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তিও হয়। সেই সময়য়ই হঠাৎ করে তাঁরা ‘বিষ’ খেয়ে নেন৷ আন্দোলনকারীদের একজন জানান, যে তাঁকে হঠাৎ দিনহাটায় বদলি করে দেওয়া হয়েছে৷ যেটা কখনই হওয়ার কথা ছিল না৷ ‘আত্মহত্যা’ করে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করতে চান বলেই জানিয়েছেন। তাঁদের তরফে আরও দাবি করা হয়েছে, যে তাঁদের প্রত্যেকের বয়স ৫০ বছরের ওপরে তা সত্ত্বেও তাঁদের বাড়ি থেকে প্রায় ৬৮ থেকে ৭০ কিলোমিটার দূরে বদলি করা হয়েছে যেটা বেআইনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *