কলকাতা: সোমবার রাজ্য পুলিশের কনস্টেবল পদের প্রিলিম পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in-এ গিয়ে অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করতে হবে পরীক্ষার্থীদের।
ডাউনলোড পদ্ধতি
অ্যাডমিট কার্ড পেতে রাজ্য পুলিশের ওয়েবসাইট www.wbpolice.gov.in –এ গিয়ে হোমপেজে এবার ক্লিক করতে হবে ডাউনলোড ই-অ্যাডমিট কার্ড ফর ওয়েস্টবেঙ্গল পুলিশে৷ এখানে অনগোয়িং রিক্রুটমেন্টের মধ্যে কনস্টেবল/ লেডি লিঙ্কে ক্লিক করতে হবে৷ এবার ই-অ্যাডমিট কার্ড পেতে সিরিয়াল নম্বর ও ডেট অফ বার্থ লাগবে। এরপরই স্ক্রিনে অ্যাডমিট কার্ড দেখতে পাবেন চাকরি প্রার্থীরা। এবার কপি ডাউনলোড করে একটা প্রিন্টআউট নিয়ে রাখতে হবে। আর ভালো করে অ্যাডমিট কার্ড পড়ে বিধিনিষেধ জেনে পরীক্ষা দিতে যেতে হবে৷
আগামী ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা পরীক্ষার হলে ই-অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট দেখাতে হবে প্রার্থীদের। সঙ্গে সঠিক পরিচয় পত্রও রাখতে হবে। কোনও পেপার অ্যাডমিট কার্ড মিলবে না৷ স্পোর্টস শুজ, হাই হিল জুতো, স্নিকার্স- এই জাতীয় জুতো পরে এলে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না। কোনও ধাতব জিনিস ছাড়া সাধারণ ফ্ল্যাট জুতো পরতে হবে৷ এখানেই শেষ নয়, পরীক্ষা হলে নিয়ে যাওয়া যাবে না মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্ক্যানার, ডিজিটাল হাতঘড়ি। এমনকি নকল করা যায়, এমন কোনও জিনিস পরীক্ষা হলে নিয়ে যাওয়া যাবে না৷ নিয়ম বর্হিভূত কোনও কাজ করলে বাতিল হতে পারে আবেদনকারীর পরীক্ষা।