কাবুল: পিএইচডি বা মাস্টার্স ডিগ্রি এখন আর দামী নয়। আফগানিস্তানের শিক্ষামন্ত্রীর এহেন মন্তব্যে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে৷
আফগানিস্তানের শিক্ষামন্ত্রী মোল্লাহ মহম্মদ হাসান আখুন্দ তালিবানি কট্টরপন্থী হিসেবে পরিচিত। তালিবানি শাসনে থাকাকালীন বহু জায়গায় তাঁর প্রভাব প্রতিপত্তির কথা শোনা যায়। এছাড়াও হাক্কানি নেটওয়ার্কের প্রভাবশালী সদস্য হিসেবে তাঁর নাম পাওয়া যায়। দায়িত্ব পেয়ে এক ভিডিওতে তিনি বলেন, পিএইচডি বা মাস্টার্সের ডিগ্রি (স্নাতোকোত্তর) এখন আর দামী নয়। পাশাপাশি ওই ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘দেখুন মোল্লাহ ও তালিবানরা এখন ক্ষমতায় রয়েছে। এঁদের কোনও পিএইচডি নেই, নেই মাস্টার্স, এমনকি কোনও স্কুলের সার্টিফিকেটও নেই। তবে তাঁরা এখন সবার সেরা।’
তালিবান সরকারের শিক্ষামন্ত্রীর বক্তব্য নিয়ে কার্যত নানা মহলে আলোচনা শুরু হয়েছে। তালিবানের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে আপাতত ছেলে ও মেয়েরা বিশ্ববিদ্যালয় স্তরে একসঙ্গে বসে পড়াশোনা করতে পারবেন না৷ শুধু তাই নয়, তালিবান প্রশাসনের তরফে হুকুম জারি করা হয়েছে, ক্লাসের একদিকে পুরুষ ও অন্যদিকে মহিলাদের বসিয়ে মাঝখানে পর্দা দিয়ে রাখতে হবে। এই পন্থা মেনেই পড়াশোনা হবে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক প্রতিনিধির সঙ্গে কথা বলে একই ক্লাসে বসে পুরুষ ও মহিলাদের আলাদা ক্লাস করার বিষয়টি তালিবানের তরফে জানানো হয়। তালিবানের তরফে আরও জানানো হয়েছে, এবার থেকে মহিলা অধ্যাপকরা শুধু মহিলা ছাত্রীদেরই পড়াবেন ও পুরুষ অধ্যাপকরা শুধুই পুরুষ ছাত্রদের পড়াতে পারবেন। তালিবানের তরফে তাদের মুখপাত্র জানিয়েছেন যে, মহিলাদের সম্পূর্ণ সমান অধিকার দিয়ে শরিয়ত আইন অনুযায়ী প্রতিটি পদক্ষেপ করা হবে।