উচ্চ শিক্ষা ও কর্ম সংস্থানের সলুক সন্ধান দিতে পোর্টাল আনছে শিক্ষা দফতর

উচ্চ শিক্ষা ও কর্ম সংস্থানের সলুক সন্ধান দিতে পোর্টাল আনছে শিক্ষা দফতর

কলকাতা:  রাজ্যের পড়ুয়াদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সলুক-সন্ধান দিতে নয়া পোর্টাল আনতে চলেছে শিক্ষা দফতর৷ শুক্রবার ছিল ‘মেধা অণ্বেষণ’ সিরিজের প্রথম ওয়েবিনার৷  বিকাশ ভবনে শুরু হওয়া দুই দিনের এই আন্তর্জাতিক ওয়েবিনারে অংশ নিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ ওই অনুষ্ঠানেই তিনি বলেন, শিক্ষাজগত ও শিল্পজগতের মধ্যে সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্প৷ ওই অনুষ্ঠানে পোর্টালের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, সরকার এই বিষয়ে আগেই সিদ্ধান্ত নিয়েছে৷ এই উদ্দেশে দেশের শীর্ষ বণিক সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ড্রাষ্ট্রিজ এর কর্তাদের সঙ্গে কথা হয়েছে।

আরও পড়ুন- UPSC: শীর্ষে শুভম, দ্বিতীয় জাগৃতি, বাংলার দুজন প্রথম দুশোয়

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে চাকরি, কর্মসংস্থানের খবর ছাড়াও উচ্চশিক্ষা ও ই-ব্যবসা সংক্রান্ত সব ধরনের তথ্য এখান থেকে পাওয়া যাবে বলে তিনি জানান। ৫০০-র বেশি কোর্সের হদিশ মিলবে এই পোর্টালে৷ কোন পেশায় যেতে চাইলে কী কোর্স করতে হবে, সিভিল সার্ভিসের জন্য কথন প্রার্থী বাছাই হয়, পরীক্ষায় বসার জন্য কী যোগ্যতা লাগে, ই-কমার্সের ব্যবসা শুরু করতে কোন কোন সরকারি লাইসেন্স নিতে হবে, আইআইটি, আইআইএম, আইআইএসইআর-এর মতো কারিগরি শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান কোনগুলি, সেই সব কিছুর হদিশ দেবে রাজ্য সরকারের এই পোর্টাল৷ পাশাপাশি বিদেশের প্রতিষ্ঠানের খবরও মিলবে এই পোর্টালে৷ 

তাছাড়া ছাত্র-ছাত্রীরা যে বিষয়ে পড়তে আগ্রহী তার উপরে তাদের মানসিক প্রস্তুতি কতটা, সেটা সাইক্রোমেট্রিক টেস্টের মাধ্যমে যাচাই করার ব্যবস্থাও রয়েছে এই পোর্টালে৷ ৫ অক্টোবর থেকে এই পোর্টাল চালু করতে চলেছে শিক্ষা দফতর৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *