বিয়ের আগে বরের রহস্যমৃত্যু, কী বলছে পরিবার

কলকাতা: আগামী ১৯ ফেব্রুয়ারি বিয়ের দিন ঠিক ছিল৷ তার আগেই মিলল মুকুন্দপুরের বাসিন্দা অমিত ঘোষের দেহ। বিয়ের কেনাকাটা থেকে আরম্ভ করে নিমন্ত্রণের কাজ শেষ৷ নিজেই হবু স্ত্রীকে নিয়ে কেনাকাটা সারেন তিনি৷ ১০ তারিখ সকালে জয়নগর ও বহুরু স্টেশনের মধ্যে আপ ও ডাউন লাইনের মাঝে তাঁর দেহ উদ্ধার করে বারুইপুর জিআরপি৷ অমিতের মাথায় আঘাতের চিহ্ন ছিল

বিয়ের আগে বরের রহস্যমৃত্যু, কী বলছে পরিবার

কলকাতা: আগামী ১৯ ফেব্রুয়ারি বিয়ের দিন ঠিক ছিল৷ তার আগেই মিলল মুকুন্দপুরের বাসিন্দা অমিত ঘোষের দেহ। বিয়ের কেনাকাটা থেকে আরম্ভ করে নিমন্ত্রণের কাজ শেষ৷ নিজেই হবু স্ত্রীকে নিয়ে কেনাকাটা সারেন তিনি৷ ১০ তারিখ সকালে জয়নগর ও বহুরু স্টেশনের মধ্যে আপ ও ডাউন লাইনের মাঝে তাঁর দেহ উদ্ধার করে বারুইপুর জিআরপি৷ অমিতের মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে জানা গিয়েছে৷

৯ তারিখ রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন৷ মোবাইলেও সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ পরিবারের৷ বাড়িতে লাগানো সিসিটিভিতে অমিতকে উদ্ভ্রান্ত ও কাঁদতেও দেখা যায়। ঘনঘন তাঁর ফোন আসে বলেও জানিয়েছেন বাবা স্বপন ঘোষ। বারুইপুর জিআরপি থেকেই অমিতের বাবাকে মৃত্যুর খবর দেওয়া হয়৷ বারুইপুরে গিয়ে দেহ শণাক্ত করেন তিনি৷ অমিতের বাইক উদ্ধার হয় গড়ফা থানা এলাকার ঝিল রোড থেকে৷ মোবাইল ফোন এখনও পাওয়া যায়নি৷ অমিতের বাবা ও তাঁর হবু স্ত্রীর অভিযোগ, পরিকল্পনা করেই খুন করা হয়েছে তাঁকে৷ অমিতের হবু স্ত্রী জানান, ঘটনার আগের রাতে অমিতের সঙ্গে তাঁর স্বাভাবিক কথাবার্তা হয়৷ অমিতের ফোনকলের সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর জিআরপি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *