করোনায় বাবা-মায়ের মৃত্যুর ক্ষেত্রে পরীক্ষার্থীদের ফি মকুব

করোনায় বাবা-মায়ের মৃত্যুর ক্ষেত্রে পরীক্ষার্থীদের ফি মকুব

নয়াদিল্লি: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সংক্ষেপে সিবিএসই নয়া সিদ্ধান্ত ঘোষণা করে মানবিকতার দৃষ্টান্ত রাখল৷ করোনায় আক্রান্ত হয়ে বাবা-মায়ের মারা যাওয়া পরীক্ষার্থীদের পরীক্ষা এবং রেজিস্ট্রেশন ফি মকুব করার সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ। তবে স্কুলগুলিকে যথাযথ যাচাই এবং বাছাই করে তারপর সেসব পরীক্ষার্থীর বিবরণ বোর্ডের কাছে জমা দিতে নির্দেশ দিয়েছে সিবিএসই। 

একটি বিজ্ঞপ্তি জারি করে সিবিএসইর তরফে বলা হয়েছে, ‘কোভিড-১৯ অতিমারিতে দেশের ব্যাপক ক্ষতি হয়েছে৷ পরীক্ষার্থীদের ওপরও এর প্রভাব পড়েছে৷ সে কথা মাথায় রেখেই ২০২১-২২ শিক্ষাবর্ষে বিশেষ ব্যবস্থা হিসাবে সিবিএসইর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেসব পরীক্ষার্থীর বাবা ও মা দু’জনই, বা জীবিত অভিভাবক অথবা আইনি অভিভাবক/দত্তক বাবা-মা করোনায় মারা গিয়েছেন, তাদের থেকে পরীক্ষার ফি বা রেজিস্ট্রেশন ফি নেওয়া হবে না। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পরীক্ষার্থীদের দেওয়া তথ্যের সত্যতা যাচাই করার পরে এই শিক্ষার্থীদের বাছাই করে তারপর বোর্ডে তালিকা জমা দিতে হবে স্কুলগুলিকে। 

উল্লেখ্য, এর আগে সব স্কুলকে দশম ও দ্বাদশ শ্রেণির প্রার্থীদের তালিকা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লেট-ফি ছাড়া এবং ৯ ফেব্রুয়ারি পর্যন্ত লেট-ফি দিয়ে পাঠাতে বলেছিল কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *