ক্যাম্পাস খোলার দাবিতে নবান্ন অভিযানে যাদবপুরের পড়ুয়ারা, পুলিশি বাধায় ধুন্ধুমার

ক্যাম্পাস খোলার দাবিতে নবান্ন অভিযানে যাদবপুরের পড়ুয়ারা, পুলিশি বাধায় ধুন্ধুমার

998d97eea45b9bec305b895f8b498459

কলকাতা:  যাদবপুরের পড়ুয়াদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার৷ রেড রোডে পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের৷ টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হল তাঁদের৷ 

আরও পড়ুন- তৃতীয়বারের প্রচেষ্টায় UPSC-তে প্রথম বিহারের ছেলে, ভালো থাকুক গরিব মানুষগুলো, স্বপ্ন শুভমের

বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এদিন নবান্ন অভিযান করেন পড়ুয়ারা৷ ফোর্ট উইলিয়ামের সামনে পুলিশ তাঁদের বাধা দিলেই উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়৷ কার্যত পুলিশের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়৷ তার পর একে একে তাদের পুলিশ ভ্যানে তোলা হয়৷ পুলিশ সাফ জানিয়ে দেয়, এখান থেকে আর মিছিল এগোনো যাবে না৷ এর পর ছাত্ররা নিজেদের মধ্যে বৈঠক করে অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত নেয়৷ দাবি পূরণ না হওয়ার পর্যন্ত তাঁরা সেখান থেকে নড়বে না বলে জানিয়ে দেয়৷ আন্দোলনরত ছাত্রদের হঠাতে ও পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়৷

করোনা আবহে দেড় বছর ধরে বন্ধ রয়েছে স্কুল –কলেজ-বিশ্ববিদ্যালয়৷ পাঠনপাঠন চলছে অনলাইনে৷ পড়ুয়াদের দাবি, অবিলম্বে ক্যাম্পাস খুলতে হবে৷ এই দাবি তুলেই তাঁরা নবান্ন অভিযানে নামেন৷ ছাত্ররাও সাফ জানিয়ে দেয় তাঁরা রেড রোড থেকে পিছু হঠবে না৷ ছাত্রদের  মিছিল আটকানো হলে তাঁরা অবস্থান বিক্ষোভে বসে৷ তাঁরা সরকারের সঙ্গে আলোচনায় বসার দাবিও জানায়৷ কিন্তু পুলিশ জানায়, চার জনের প্রতিনিধি গিয়ে আলোচনা করতে পারেন৷ এত পড়ুয়াকে একসঙ্গে নবান্ন অভিযানের অনুমতি দেওয়া হবে না৷ এর পরেই তাঁদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *