কলকাতা: মুখ্যমন্ত্রীর নির্দেশে ১৬ নভেম্বর থেকে খুলছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান৷ স্কুল-কলেজ খোলার আগে বৃহস্পতিবার শিক্ষা দফতরের তরফে প্রকাশ করা হল শিক্ষা প্রতিষ্ঠান খোলার নিয়মাবলী৷ রাজ্যের জেলাশাসক এবং উপাচার্যদের কাছে ইতিমধ্যেই সেই নির্দেশ পাঠিয়ে দিয়েছে শিক্ষা দফতরের প্রধান সচিব৷
আরও পড়ুন- স্কুল হবে সকাল-বিকেল, বেঞ্চে একজন পড়ুয়া, ক্লাসের বিধি নিষেধ জানাল শিক্ষা দফতর
নিয়ামাবলীর কপি পাঠানো হয়েছে স্কুলশিক্ষা কমিশনার এবং অন্যান্য দফতরের সচিবের কাছেও। নির্দেশনামায় বলা হয়েছে, ৩১ অক্টোবরের মধ্যেই স্কুলের পরিচ্ছন্নতা সংক্রান্ত কাজ সেরে ফেলতে হবে। ক্লাস শুরুর আগে প্রস্তুতি খতিয়ে দেখতে ১ নভেম্বর থেকেই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা৷ নির্দিশিকায় আরও বলা হয়েছে, প্রধান শিক্ষক-শিক্ষিকারাই স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার জন্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাসের বন্দোবস্ত করে দেবেন৷ পাশাপাশি খুলে যাবে হস্টেলও৷ সেখানে খাবার ব্যবস্থাও থাকবে৷ তবে, স্কুল খোলার আগে একাবের পোস্টার ব্যানার লাগিয়ে স্বাস্থ্য বিধি, দূরত্ব বিধি সংক্রান্ত সচেতনতামূলক নির্দেশ দিতে হবে বিদ্যালয়ের সর্বত্র। আগামী ১৫ দিনের মধ্যে এই কাজটি সেরে ফেলতে হবে স্কুল কর্তৃপক্ষকে।
আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হলেও শুরু হচ্ছে না নীচু শ্রেণির ক্লাস৷ তাই স্কুলে মিড ডে মিলের আয়োজনও আপাতত থাকছে না৷ স্কুলে যাবতীয় নিয়ম মানা হচ্ছে কিনা, সে দিকে নজর রাখবেন ডিআইরা৷ পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে উপাচার্য এবং কলেজের ক্ষেত্রে অধ্যক্ষরা বিষয়টির উপর নজর রাখবেন৷ অন্যদিকে শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের তোড়জোড়৷ পরীক্ষার দিন ঘোষণা করার জন্য ১ নভেম্বর যৌথ সাংবাদিক বৈঠক ডেকেছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সম্ভবত ওই দিনই একটি অ্যাকাডেমিক গাইডলাইন প্রকাশ করা হবে৷ তাতে স্কুলে আসার সময়, ছুটির সময় এবং ক্লাস নেওয়ার বিষয়ে যাবতীয় নির্দেশাবলী থাকবে। তবে স্কুল খোলার নির্দেশ আসতেই শিক্ষকদের দাবি, অবিলম্বে লোকাল ট্রেন চালু করতে হবে৷ নয়তো বাড়ানো হোক স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা৷