কলকাতা: ‘সেফ সিটি’ প্রকল্পে কলকাতায় নতুন করে এক হাজার সিসিটিভি ক্যামেরা বসতে চলেছে। শুক্রবার লালবাজারে এই খবর জানিয়েছেন কলকাতা পুলিসের গোয়েন্দা প্রধান প্রবীণ ত্রিপাঠি। মূলত, কলকাতা শহরের অপরাধপ্রবণ এলাকা, মহিলা কলেজের পাশাপাশি গার্লস স্কুল সংলগ্ন এলাকায় এই নতুন ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই ‘সেফ সিটি’ প্রকল্পে কেন্দ্রীয় সরকার দেশের আটটি মেট্রো শহরের জন্য ২৯১৯.৫৫ কোটি টাকা বরাদ্দ করে। যার মধ্যে কলকাতার জন্য ১৮১.৩২ কোটি টাকা বরাদ্দ করেছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল, রাস্তাঘাটে মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করা। চলতি বছরেই এই ক্যামেরা বসানোর কাজ শেষ হবে বলে আশা করছে লালবাজার।