কলকাতা: অভিন্ন সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা, NEET-পরীক্ষায় প্রথম কুড়িতে বাংলার সৌম্যদীপ হালদার। ফের উজ্জ্বল রাজ্যের মুখ৷ তবে রাজ্যের কৃতীদের একটা বড় অংশই যাচ্ছে ভিন রাজ্য। এদিকে, ৭২০-র মধ্যে ৭২০ পেয়ে একসঙ্গে প্রথম স্নাতকস্তরে অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান দখল করেছে তেলেঙ্গানার মৃণাল কুত্তেরি, দিল্লির তন্ময় গুপ্ত ও মহারাষ্ট্রের কার্থিকা জি নায়ার।
আরও পড়ুন- ২০২২ সালের মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সূচি প্রকাশ
নিটের মেধাতালিকা ১৯ নম্বরে রয়েছে বাঁকুড়ার ছেলে সৌমদীপ হালদার৷ ৭২০-র মধ্যে সৌমদীপ পয়েছেন ৭১৫ নম্বর৷ সৌমদীপ ছাড়াও বাংলার বাকি কৃতিরা হলেন, হাওড়া দিল্লি পাবলির স্কুলের পড়ুয়া তরুনীম মুখোপাধ্যায়৷ তাঁর ব়্যাঙ্ক ১৬১৷ পানিহাটি সেন্টজেভিয়ার্স ইনস্টিটিউশনের প্রত্যুষা ঘোষ৷ তাঁর ব়্যাঙ্ক ২১৭৷ পার্ক স্ট্রিট এপিজে স্কুলের পড়ুয়া আর্যগণেশ ওঝা রয়েছেন মেধা তালিকায় ২৫৭ নম্বর স্থানে৷ কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে মেধাতালিকায় থাকা রাজ্যের কৃতিদের অধিকাংশই ভিন রাজ্যে পড়াশোনা করতে চান৷ তাঁদের বক্তব্য, বাইরে গেলে সুযোগ অনেক বেশি পাওয়া যাবে। সৌমদীপও ব্যতিক্রমী নন। তিনি চান দিল্লির এইমস থেকে ডাক্তারি পড়তে। তবে এক কৃতি ছাত্র বলেন, ধীরে ধীরে রাজ্যের কলেজগুলির পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে৷ তাই তিনি রাজ্যে থেকেই পড়াশোনা করতে চান ও পরবর্তী কালে রাজ্য থেকেই এমডি করতে চান৷ প্রসঙ্গত, চলতি বছর ১২ সেপ্টেম্বর নিট পরীক্ষা হয়৷ পরীক্ষায় বসেছিলেন ১৫ লক্ষ ৪৪ হাজার ২৭৫ জন পড়ুয়া৷