কলকাতা: ইডেনের দেওয়ালে ইমরান খানের যে ছবি লাগানো রয়েছে তা অবিলম্বে খুলতে হবে৷ এই দাবিতে শনিবার দুপুরে মাঠের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ৷ বিক্ষোভকারীদের আটক করা হয়৷
পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের ছবি ইডেনের সিএবি দপ্তর থেকে সরানোর দাবিতে সরব হন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷ অবিলম্বে ইমরান ও ওয়াসিম আক্রমের ছবি না সরালে তাঁরা সিএবি অভিযান করবে বলেও হুমকি দেন তিনি৷
পুলওয়ামায় জঙ্গি হানার ঘটনায় জেরে সম্প্রতি দেশজুড়ে পাকিস্তানের ভূমিকা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। পাক প্রধানমন্ত্রী পুলওয়ামাকাণ্ড সম্পর্কে নিজের সরকারের দায় এড়ানোয় পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। পাক বিরোধী মনোভাব ক্রমে তীব্র হচ্ছে। তারই জেরে মোহালিতে ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিস থেকে ইমরানের প্রতিকৃতি সরিয়ে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷
সাংবাদিক বৈঠক ডেকে দিলীপবাবু বলেন, ইডেনে কোনও ভারত বিদ্বেষীর ছবি রাখা যাবে না। ইমরান বড় ক্রিকেটার হতে পারেন, কিন্তু ভারত বিরোধী। দেশবাসীর কাছে দেশের সম্মানটাই মুখ্য। তাই ইমরান এবং আরেক পাক ক্রিকেটার ওয়াসিম আক্রমের ছবি সিএবি অফিস থেকে সরাতে হবে বলে দাবি দিলীপবাবুর৷