উদ্বোধনের অপেক্ষায় বনবিবি সেতু

বসিরহাট: হাসনাবাদে ইছামতী নদীর উপর প্রায় ২ কিলোমিটার লম্বা, ২৪ ফুট চওড়া বনবিবি সেতুর খুব শীঘ্রই উদ্বোধন হবে। এই সেতুটি চালু হলে উপকৃত হবেন সুন্দরবন, হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদ, সন্দেশখালি ব্লকের কয়েক লক্ষ মানুষ। প্রায় তিন বছর ধরে ১৩০ কোটি টাকার ব্যয়ে এই বনবিবি সেতুটিতে এখন শেষ পর্যায়ে কাজ চলছে। এই সেতুটি চালু হয়ে গেলে সুন্দরবনবাসীর

উদ্বোধনের অপেক্ষায় বনবিবি সেতু

বসিরহাট: হাসনাবাদে ইছামতী নদীর উপর প্রায় ২ কিলোমিটার লম্বা, ২৪ ফুট চওড়া বনবিবি সেতুর খুব শীঘ্রই উদ্বোধন হবে। এই সেতুটি চালু হলে উপকৃত হবেন সুন্দরবন, হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদ, সন্দেশখালি ব্লকের কয়েক লক্ষ মানুষ।

প্রায় তিন বছর ধরে ১৩০ কোটি টাকার ব্যয়ে এই বনবিবি সেতুটিতে এখন শেষ পর্যায়ে কাজ চলছে। এই সেতুটি চালু হয়ে গেলে সুন্দরবনবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণ হবে এবং বসিরহাট জেলা হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার জন্য খুব সুবিধা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =