ত্রিপুরা বোর্ডের দশম ও দ্বাদশের পরীক্ষাও দুটি টার্মে

ত্রিপুরা বোর্ডের দশম ও দ্বাদশের পরীক্ষাও দুটি টার্মে

নয়াদিল্লি: সিবিএসই বোর্ডের পথে হেঁটে এবছর বার্ষিক পরীক্ষার বদলে দুটো টার্মে ভাগ করে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেবে ত্রিপুরা স্কুল শিক্ষা বোর্ড। প্রথম টার্মের পরীক্ষার সময়সূচি ইতিমধ্যেই প্রকাশ করেছে ত্রিপুরা বোর্ড।

ত্রিপুরা বোর্ডের দশম শ্রেণির মাধ্যমিক পরীক্ষা আগামী ডিসেম্বর মাসের ১৬ তারিখ থেকে শুরু হবে। আর দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে৷ আগামী ২৯ ডিসেম্বর দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে এবং জানুয়ারি মাসের ৭ তারিখ পর্যন্ত চলবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এই পরীক্ষা দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ১.৪৫ পর্যন্ত। থিয়োরি পেপারের পাশাপাশি বেশ কিছু বিষয়ের প্র্যাক্টিক্যাল পরীক্ষাও নেওয়া হবে৷ যেমন-জীবন বিজ্ঞান, রসায়ন, ভূগোল, ভৌত বিজ্ঞান, সাইকোলজি, মিউজিক ও স্ট্যাটিস্টিক্সের মতো বিষয়। স্কুলে যোগাযোগ করে প্র্যাক্টিক্যাল পরীক্ষার দিন ও বিষয় জানতে বলা হয়েছে পড়ুয়াদের।

শুধু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক নয়, দশম শ্রেণির মাদ্রাসা আলিম, মাদ্রাসা ফাজিল আর্টস ও মাদ্রাসা ফাজিল থিয়োলজি টার্ম ১-এর পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, আগামী ১৬ নভেম্বর থেকে সিবিএসই বোর্ডের টার্ম ১-এর পরীক্ষা শুরু হতে চলেছে। এই পরীক্ষায় অবজেক্টিভ প্রশ্ন থাকবে। এরপর আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে নেওয়া হবে টার্ম ২-এর পরীক্ষা। এই পরীক্ষায় লিখিত প্রশ্ন করার কথা বলা হলেও, সেসময় করোনা পরিস্থিতির ওপর সবটা নির্ভর করছে। সেই সময় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে, তবেই লিখিত পরীক্ষা নেওয়া হবে, নাহলে আবারও অবজেক্টিভ প্রশ্ন করা হবে। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *