পাকিস্তানের বিক্ষোভের আঁচ পড়লো সেনা শিবিরেও! জারি ১৪৪ ধারা! এমন পরিস্থিতিতে কোথায় রয়েছেন ইমরান খান?

পাকিস্তানের বিক্ষোভের আঁচ পড়লো সেনা শিবিরেও! জারি ১৪৪ ধারা! এমন পরিস্থিতিতে কোথায় রয়েছেন ইমরান খান?

গতকাল মঙ্গলবারই পাক রেঞ্জার্সদের হাতে গ্রেফতার হয়েছেন ইমরান খান। তারপর থেকেই জ্বলছে পাকিস্তান। ইমরান সমর্থকরা তান্ডব চালাচ্ছে পাকিস্তানের বিভিন্ন জায়গায়। ভাঙচুর, অগ্নিকাণ্ড পুলিশের সঙ্গে ধস্তাধস্তি থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় বেশ উত্তপ্ত পাকিস্তান। এমনকি ইমরান সমর্থকদের রোষানল থেকে রেহাই পেল না পাক সেনাবাহিনীর সদর দফতর। সেখানেও আগুন লাগিয়ে দেওয়া হয়।

জানা যায়, তেহরিক-ই-ইনসাফ অর্থাৎ পিটিআই-এর সমর্থকেরা সেনাবাহিনীর সদর দফতরের ফটক ভেঙে জোর করে ঢুকে পড়ে। তারপরে সেখানে চলে তাণ্ডব, জ্বালিয়ে দেওয়া হয় সদর দফতর। শুধু রাওয়ালপিন্ডির এই সেনা দফতরেই নয় তান্ডব চলে লাহোর, করাচির সেনা নিবাসেও। সেখানে ভাঙচুর করা হয়, জ্বালিয়ে দেওয়া হয় আগুন। যা পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের জন্য এরকম ঘটনা ঘটলো। কারণ রাজনৈতিক কারণে এর আগে সেনা জাওয়ানদের ঘাঁটিতে হানাহানির কোন নজির ছিল না। 

ইমরান মুক্তি না পাওয়া পর্যন্ত পিটিআই রাস্তায় থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। এদিকে ইসলামাবাদে কাল থেকেই জারি রয়েছে ১৪৪ ধারা। ৫ জন বা তার বেশি জমায়েত হলেই নেওয়া হবে কড়া ব্যবস্থা। কিন্তু ইমরানকে গ্রেফতারের পিছনে কারণ কী? জানা যাচ্ছে, পাকসেনার মেজর জেনারেল ফয়জলের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন ইমরান। গত বছর যে হামলা চালানো হয়েছিল ইমরানের উপর, সেই হামলার ঘটনায় সরাসরি দায়ের করেছিলেন ফয়জল নাসেরকে। আর তারপরেই মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। তবে পুলিশ বলছে অন্য কথা। তাদের দাবি, জমি সংক্রান্ত একটি মামলায় ইমরানকে গ্রেফতার করা হয়েছে। যে মামলার কাল জামিনের জন্য হাইকোর্টে হাজির হয়েছিলেন ইমরান। সেখান থেকেই পাক রেঞ্জার্সরা তাকে গ্রেফতার করে।

পাকিস্তান সংবাদ সংস্থা সূত্রে খবর, এখনও চার থেকে পাঁচ দিন ইমরানকে জেল হেফাজতে রাখা হতে পারে। আজ কোর্টে তোলার কথা ছিল। কিন্তু তোলা হবে না। যেখানে তাকে হেফাজতে রাখা হয়েছে সেখানেই শুনানি হবে। তবে যতক্ষণ না ইমরানকে মুক্তি দেওয়া হবে, ততক্ষণ পাকিস্তানে লাগাতার বিক্ষোভ আন্দোলন চলতে থাকবে। জানিয়ে দিয়েছে পিটিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *