কলকাতা: বিক্ষোভ, ধরনা, অবস্থানেও হল না সুরাহা। কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়ে এবার দিল্লির পথে কেবল অপারেটররা। চ্যানেল সম্প্রচার বন্ধ করার বিরুদ্ধে এর আগেই কলকাতায় টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাইয়ের দপ্তরের সামনে বিক্ষোভ ও অবস্থানে শামিল হয়েছিলেন তাঁরা।
তাঁরা সল্টলেকে এমএসও দপ্তরের সামনে জমায়েত করে ক্ষোভ প্রকাশ করলেন। পুলিশ এসে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বিক্ষোভ চরম আকার নেয়। পরে অবস্থা শান্ত হয়। কেবল অপারেটরদের অভিযোগ, আম্বানিদের জিও এবং অন্যান্য বৃহৎ বাণিজ্যিক চ্যানেলের ব্যবসাকে প্রাধান্য দিতে বর্তমানে গোটা প্রক্রিয়ার মধ্যে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে।
এর ফলে আগামী দিনে গভীর সঙ্কটে পড়তে চলেছে কেবল অপারেটরদের রুজি রোজগার। ট্রাইয়ের চ্যানেল সম্প্রচার বন্ধ হয়ে গিয়ে প্রতিনিয়তই গ্রাহকদের রোষের বলি হচ্ছেন তাঁরা। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বারবার বলেও কোন কাজ হয়নি বলে তাঁদের বক্তব্য। এদিন তাঁরা বলেন, কেবল অপারেটরদের উৎখাত করার চক্রান্তে বিজেপি সরকারের সঙ্গে তৃণমূল সরকারও শামিল। এর বিরুদ্ধে এবার আরও ব্যাপক আকারে পথে নামছেন তাঁরা৷