করোনাকালে বন্ধ যাবতীয় কনশেসন, রেলের ফ্রি পাস পাবেন কি পড়ুয়ারা?

করোনাকালে বন্ধ যাবতীয় কনশেসন, রেলের ফ্রি পাস পাবেন কি পড়ুয়ারা?

032f2471dd31356c8bbe9ec42ec5b1ad

 কলকাতা:  আগামীকাল থেকেই খুলছে স্কুল কলেজ৷ নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা আপাতত ক্লাস করবে বলে নির্দেশিকা রাজ্যের৷ পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাবেন ছাত্রছাত্রীরা৷ কিন্তু করোনাকালে বন্ধ রয়েছে সমস্ত কনসেশন বা ছাড়৷ তাহলে কি রেলের ফ্রি পাস পাবেন না পড়ুয়ারা? 

আরও পড়ুন- মঙ্গলে কলেজ খুললেও স্কুলের ধাঁচ হবে না ক্লাস, কোথাও আবার মাস্ট ডবল ডোজ

রেলের তরফে জানানো হয়েছে, পড়ুয়ারা এতদিন যে পদ্ধতিতে ফ্রি পাস পেতেন, এখনও সেই পদ্ধতিতেই ফ্রি পাস পাবেন। পড়ুয়াদের কনশেসন বাতিল করা হবে না৷ এ প্রসঙ্গে হাওড়ার সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রাজীব রঞ্জন জানান, স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষক-শিক্ষিকা এবং কলেজের ক্ষেত্রে অধ্যক্ষরা এতদিন রেলের কাছে পাসের জন্য আবেদন করতেন। সেই মতো ফর্ম দিত রেল৷ এবং পড়ুয়ারা সেই ফর্ম জমা করে স্টেশনের বুকিং কাউন্টার থেকে ফ্রি পাস নিতেন। স্কুল ও কলেজের হাতে ফর্ম ফুরিয়ে গেলে পুনরায় তারা আবেদন করত এবং রেলের কাছ থেকে ফর্ম সংগ্রহ করত কর্তৃপক্ষ।  

তিনি আরও জানান, লকডাউনের আগে সংগ্রহ করা ফর্ম স্কুল বা কলেজ কর্তৃপক্ষের হাতে থাকলে, তারা সেটা পড়ুয়াদের দিতে পারেন। ফুরিয়ে গেলে কাউন্টার পার্ট জমা দিয়ে ফের ফর্ম সংগ্রহ করতে হবে। প্রতিটি স্কুল, কলেজকেই এই সুবিধা দেওয়া হবে৷ 

প্রসঙ্গত,  পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৬ নভেম্বর থেকেই খুলছে স্কুল। ইতিমধ্যে রাজ্যের প্রায় প্রতিটি স্কুলেই স্যানিটাইজেশনের কাজও শেষ হয়ে গিয়েছে। আগামীকাল ফুল ও কলম দিয়ে পড়ুয়াদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত স্কুলগুলি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *