জম্মু-কাশ্মীরের সেনাকর্মীদের উচ্চশিক্ষার সুযোগ

জম্মু-কাশ্মীরের সেনাকর্মীদের উচ্চশিক্ষার সুযোগ

জম্মু: জম্মু ও কাশ্মীরে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের ডিস্ট্যানস কোর্সের মাধ্যমে উচ্চশিক্ষা লাভের জন্য একটি মৌ (মোমরেন্ডাম অফ আন্ডারস্যান্ডিং) স্বাক্ষরিত হল ভারতীয় সেনাবাহিনীর ১৫তম কোর ও কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের মধ্যে।

এই মৌ চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, কাশ্মীরে নিযুক্ত সেনাবাহিনীর কর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি সম্পর্ক তৈরি করার উদ্দেশ্যেই এটি সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল এম্রন মুসাভি জানান, এবার থেকে এই বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টরেট অফ ডিস্ট্যানস এডুকেশন অনুমোদিত বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারবেন ভারতীয় সেনাবাহিনীর কর্মীরা৷ তাঁরা ছয় মাসের সার্টিফিকেট কোর্স, এক বছরের ডিপ্লোমা কোর্স সহ দু’ বছরের স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে পারবেন। এই মুহূর্তে মোট ১৮টি কোর্সে সেনাবাহিনীর কর্মীরা ভর্তি  হতে পারবেন৷ যার মধ্যে থাকছে অঙ্ক, ইংরেজি, উর্দু, এডুকেশন সহ একাধিক পোস্টগ্রাজুয়েশন ডিপ্লোমা কোর্স। এর মধ্যে থাকবে কম্পিউটার অ্যাপ্লিকেশন, ওয়েব-ডিজাইনিং, সাইবার ল ও ট্যুরিজম ম্যানেজমেন্টের মতো বিষয়। পরে এই কোর্সের সংখ্যা আরও বাড়বে বলে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে।

কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তালাত আহমেদ জানান, এই মৌ স্বাক্ষরিত হওয়ায় কাশ্মীরে কর্তব্যরত সেনাকর্মীরা খুবই উপকৃত হবেন। এই মই স্বাক্ষরকে শিক্ষা ক্ষেত্রে মাইলস্টোন হিসেবে আখ্যা দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ১৫তম কোরের কম্যান্ডার, লেফটেন্যান্ট জেনারেল ডিপি পান্ডে। এই মৌয়ের মাধ্যমে সেনাকর্মীরা চ্যালেঞ্জিং পরিবেশে নিজেদের কর্তব্য আরও ভালোভাবে পালন করতে পারবেন। কর্নেল ডিপি পান্ডে জানান, এই কোর্সের মাধ্যমে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ছাড়াও কোনও নির্দিষ্ট বিষয়ের ওপর স্পেসালাইজেশন করার সুযোগও পাবেন সেনাকর্মীরা।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − five =