নয়াদিল্লি: সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রশ্ন নিয়ে বিতর্ক৷ গুজরাট দাঙ্গা কোন সরকারের আমলে ঘটেছিল? বুধবার সিবিএসইর দ্বাদশের টার্ম ওয়ান পরীক্ষায় সোশিওলজি বা সমাজতত্ত্ব বিষয়ে পরীক্ষা ছিল, সেখানেই এই প্রশ্ন করা হয়েছে৷ মাল্টিপিল চয়েস পদ্ধতিতে প্রশ্নের সঙ্গে চারটি উত্তরও দেওয়া ছিল। কংগ্রেস, BJP, ডেমোক্র্যাট, রিপাবলিকান। দেশের অন্যতম সেরা শিক্ষা সংস্থা সিবিএসই এই পরীক্ষা নিচ্ছিল৷ সেখানে এই ধরনের প্রশ্ন আসায় স্বভাবতই তা নিয়ে জলঘোলা শুরু হয়৷ বুধবার সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ সিবিএসইর তরফে টুইট করে ভুল স্বীকার করে নেওয়া হয় এবং প্রশ্নকর্তাদের বিরুদ্ধে ব্যবস্তা নেওয়ার আশ্বাস দেওয়া হয়৷ টুইটারে লেখা হয়, ‘এই ধরনের প্রশ্ন করা সঙ্গত ও যথাযথ নয়। পাশাপাশি সিবিএসইর গাইডলাইন বিরোধী। এই ধরনের প্রশ্ন করেছেন যিনি বা যাঁরা, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
২০০২ সালে গুজরাট দাঙ্গা হয়েছিল৷ সেসময় ওই রাজ্যের গোধরায় সবরমতী এক্সপ্রেসের একটি কামরায় আগুন লাগে৷ কামরাটি জ্বলে যায়৷ এরপর দাঙ্গা বাধে, যাতে হাজারেরও বেশি মানুষ মারা যান৷ হিন্দু পুণ্যার্থী নিয়ে ট্রেনটি যাচ্ছিল। কামরায় আগুন লাগায় উপস্থিত ৫৯ জন পুড়ে মারা যান। ২০১২ সালের ফেব্রুয়ারিতে এই মামলার ক্লোজার রিপোর্ট দেওয়া হয়৷ সেখানে ২০০২ সালে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ তদন্তকারী দল দায়মুক্ত বলে রিপোর্টে উল্লেখ করে। বাকি ৬৩ জনের বিরুদ্ধেও মামলা এগিয়ে নিয়ে যাওয়ার মতো তথ্যপ্রমাণ না থাকায় তা বন্ধ হয়। বর্তমানে নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী।